ভোলায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করণের দাবি

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ মে ২০১৭, ১৪:৩৫
অ- অ+

ভোলায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয় করণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

বুধবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক মোহা. সেলিম উদ্দিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করেন।

এর আগে তারা ভোলা প্রেসক্লাবের সামনে এক পথসভার আয়োজন করেন। পথসভায় ভোলার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। পথ সভায় বক্তব্য রাখেন বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি ভোলা জেলার আহবায়ক মো. ইউছুফ, যুগ্ম আহবায়ক মো. সাখাওয়াৎ হোসেন, মো. বদরুজ্জামান বাদল, শিলা রাণী, সুমাইয়া প্রমুখ।

এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে ২৬ হাজার ১শত ৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ ও শিক্ষকদের সরকারিকরণ করেছেন। এ বিদ্যালয়গুলো ছাড়াও সাড়া দেশে প্রায় ৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদ পড়েছে। যার বেশিরভাগ স্কুলগুলো দুর্গম চরাঞ্চল হাওরা-বাওর এলাকাসহ পার্বত্য এলাকায় অবস্থিত। এ সকল বিদ্যালয়ে প্রায় ১০লক্ষাধিক ছাত্র-ছাত্রী অধ্যয়নরত রয়েছে। তাই এ সকল বিদ্যালয়গুলোকে জাতীয়করণ ও শিক্ষকদের সরকারি করণের জন্য ২০১৭ সালের জাতীয় বাজেটে অর্থ বরাদ্দের জোর দাবি জানান তারা।

দাবি আদায় না হলে আমরণ অনশনের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

(ঢাকাটাইমস/২৪মে/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নুসেইরাতে গণহত্যার এক দিন পর গাজার স্কুল ও বাড়িঘরে ইসরায়েলের বোমাবর্ষণ
যুক্তরাষ্ট্রের ‘অসহযোগী’ দেশের তালিকায় ভারত
বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারা দেশে বিএনপির র‌্যালি
১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিন লাগেনি: অসীম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা