লক্ষ্মীপুরে সিএনজিচাপায় শিশুর মৃত্যু
লক্ষ্মীপুরে সিএনজি চালিত অটোরিকশার চাপায় মমিন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যায় রামগতি-লক্ষ্মীপুরের সড়কের ভবানী গঞ্জ ইউনিয়নের সুতার গোপটা এলাকয় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মমিন ওই ইউনিয়নের চরউভুতী গ্রামের মনির হোসেনের ছেলে।
স্থনীয়রা জানান, সন্ধ্যা ছয়টার দিকে শিশুটি রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের সুতার গোপটা এলাকায় রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল। ওই সময় লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির সিএনজি অটোরিকশা ঘটনাস্থলে পৌছে তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। (ঢাকাটাইমস/২৪মে/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন