চাঁদপুরের ৪০ গ্রামে রোজা কাল
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলাসহ পাশ্ববর্তী উপজেলার প্রায় ৪০ গ্রামে শনিবার থেকে রোজা শুরু হবে। শুক্রবার রাতে তারাবির নামাজ ও সেহরি খাওয়ার মধ্যদিয়ে সৌদি আরবসহ আরব দেশের সঙ্গে মিল রেখে এসব গ্রামের বাসিন্দারা রমজানের আনুষ্ঠানিকতা শুরু করবেন।
হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রামের বাসিন্দারা শনিবার রোজা পালন করবেন।
হাজীগঞ্জ উপজেলার সাদ্রা সিনিয়র মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মো. আবু বকর আগাম রোজার বিষয়টি নিশ্চিত করেন।
আগাম রোজা ও দুই ঈদ পালনের প্রবর্তক মাওলানা ইসহাক (রহ.)। তার মৃত্যুর পর অনুসারীদের নেতৃত্ব দিচ্ছেন তার ছেলে ও সাদ্রা দরবার শরিফের পীর মাওলানা আবু জুফার আব্দুল হাই।
তিনি বলেন, ১৯৩২ সাল থেকে সাদ্রা দরবার শরিফের পীর সাহেব সৌদি আরবের সাথে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুলিআজহা উদযাপনের নিয়ম চালু করেন।
(ঢাকাটাইমস/২৬মে/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন