ঘাটাইলে জমি নিয়ে বিরোধে লাঠির আঘাতে বৃদ্ধ নিহত
টাঙ্গাইলের ঘাটাইলে সীমানা প্রাচীরের গাছ কাটা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষে লাঠির আঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার নাম আজাহার উদ্দিন (৬০)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী হাজেরা খাতুন।
আজ শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার নুচিয়া মামুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘাটাইলথানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহি উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত জানান, দুপুর আড়াইটার দিকে ঘাটাইলের নুচিয়া মামুদপুর এলাকায় আজাহার উদ্দিন তার বাড়ির সীমানায় গাছ কাটতে গেলে রনি ও শামছুল বাধা দেয়। পরে তাদের সাথে বাকবিত-ায় জড়িয়ে পড়েন আজাহার উদ্দিন। একপর্যায়ে রনি লাঠি দিয়ে আজাহার উদ্দিনের মাথায় আঘাত করলে তিনি মাটিয়ে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় আহত হয় আরো একজন।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
(ঢাকাটাইমস/২৭মে/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন