ভাস্কর্য পুনঃস্থাপনে ঠাকুরগাঁওয়ে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বিক্ষোভ
সুপ্রিম কোর্টের সামনে গ্রিক দেবীর ভাস্কর্য তথা মূর্তি পুনঃস্থাপনের ঘটনায় বিক্ষোভ প্রদর্শন করেছে ঠাকুরগাঁও জেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। রবিবার বিকালে তারা ঠাকুরগাঁও শহরের সমবায় মার্কেটের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি হোসেন আলী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি মো. সারাফাত হোসেন।
বক্তারা ভাস্কর্য পুনঃস্থাপনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তার চিরদিনের মতো সরিয়ে ফেলার দাবি জানান। সেই সাথে পবিত্র রমজান মাসে ভাস্কর্য পুনঃস্থাপনের ঘটনায় প্রধান বিচারপতির অপসারণ দাবি করেন।
(ঢাকাটাইমস/২৮মে/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন