রাজবাড়ীতে স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা
রাজবাড়ী জেলা সদরের খানখানাপুর ইউনিয়নে স্ত্রীর ওপর অভিমান করে আকতার সরকার (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। তিনি পেশায় একজন নসিমন চালক।
মঙ্গলবার দুপুর ১টার দিকে ইউনিয়নের উজান খানখানাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি আফরোজা (৪) ও আফাত (২ মাস) নামে দুই সন্তানের বাবা। নিহতের প্রতিবেশি নুসরাত জাহান ইভা ও আকতারের মা বলেন, আকতার শেখের স্ত্রী রুপা বেগম আকতারের অজান্তে বিভিন্ন এনজিও থেকে লোন ও বিভিন্ন মানুষের কাছ থেকে ধার নিয়ে পাঁচ লাখ টাকা তার বাবার পরিবারের সদস্যদের দেন।
বিষয়টি আকতার জানতে পারলে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়।
বিষয়টি নিয়ে দীর্ঘদিন তাদের মধ্যে ঝগড়া চলছিলো। ওই লোনের সবই ছিল আকতার সরকারের নামে।
এক পর্যায়ে গত রবিবার সকালে তার স্ত্রী রাগ করে বাবার বাড়িতে চলে যান। ওইদিন বিকেলে আকতার তার স্ত্রীকে আনার জন্য শ্বশুড়বাড়িতে যান। এসময় তার স্ত্রী স্থানীয় লোকজন দিয়ে আকতারকে অনেক অপমান করে তাড়িয়ে দেন। অপমান সহ্য করতে না পেরে স্ত্রীর ওপর অভিমান করে বাড়িতে এসে মঙ্গলবার ভোর ৫ টার দিকে আকতার নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।বিষয়টি আকতারের মা-বাবা দেখতে পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন সেখানে গিয়ে পুলিশকে খবর দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এস আই) সোলাইমান কাজী বলেন, দুপুর ১ টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
(ঢাকাটাইমস/৩০মে/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন