মির্জাপুরে কৃষকদের ফলের চারা বিতরণ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মে ২০১৭, ২০:০৪
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে কৃষকদের মাঝে আম ও পেঁপে চারা এবং সারসহ উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে ২০১৬-১৭ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে এসব চারা ও উপকরণ বিতরণ করা হয়।

এ উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০ জন কৃষককে ২০ শতাংশ করে জমির উপর আম বাগানের জন্য ৬০টি করে আমের চারা ও চারজন কৃষককে পেঁপে বাগান করার জন্য ২৪০টি করে পেঁপে ছাড়া দেয়া হয়েছে। এছাড়া চারা রোপনে নির্ধারিত পরিমাণ সার ও চারার জন্য খুঁটিসহ বিভিন্ন উপকরণও দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

(ঢাকাটাইমস/৩১মে/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নুসেইরাতে গণহত্যার এক দিন পর গাজার স্কুল ও বাড়িঘরে ইসরায়েলের বোমাবর্ষণ
যুক্তরাষ্ট্রের ‘অসহযোগী’ দেশের তালিকায় ভারত
বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারা দেশে বিএনপির র‌্যালি
১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিন লাগেনি: অসীম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা