মিরসরাইয়ে বজ্রপাতে দুইজন নিহত

মিরসরাই প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জুন ২০১৭, ১৫:৫১
অ- অ+

চট্টগ্রামের মিরসরাইয়ে আকস্মিক বজ্রপাতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকায় এই ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহতরা হলেন ওসমানপুর ইউনিয়নের বাশখালী গ্রামের মৃত আবদুল্লার পুত্র মোহাম্মদ নুরুন্নবী (৪০) ও ইছাখালী ইউনিয়নের সাহেবদিনগর গ্রামের মৃত মোস্তফার পুত্র মোহাম্মদ আলমগীর (৩৫)।

আহতরা হলেন অরুন জলদাশ, বজ্রলাল জলদাশ, পশুরাম জলদাশ, মোহাম্মদ আব্দুল হান্নান ও নেপাল জলদাশ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুহুরী প্রজেক্ট এলাকায় মৎস্য চাষি মো. মোশারফ হোসেনের মাছের ঘেরে জাল দেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজ উদ্দিন জানান, বুধবার দিবাগত রাত আনুমানিক তিনটার সময় ওসমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকার বাঁশখালীতে মো. মোশারফ হোসেনের মাছের ঘেরে মাছ ধরার জন্য জাল ফেলার কাজ চলছিল। এমন সময় আকস্মিক বজ্রপাতে জাল ফেলার কাজে নিয়োজিত দুই ব্যক্তি নিহত ও আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের মধ্যে অরুন জলদাশের অবস্থা আশঙ্কাজনক।

(ঢাকাটাইমস/০১জুন/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নোয়াখালীতে একদিনে ফারইস্টের ৪৬৬ বীমা দাবি পরিশোধ
টাঙ্গাইলে মওলানা ভাসানীর জন্মবার্ষিকী উদযাপন 
তথ্য উপদেষ্টার বক্তব্যের কড়া সমালোচনা রিজভীর
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক্সিম ব্যাংকের ১৫৪তম শাখা উদ্বোধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা