থাই গ্লাসের নিচে চাপা পড়ে দুইজন নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিলের হিরা টাওয়ারে থাই গ্লাসের নিচে চাপা পড়ে দুই কর্মচারী নিহত হয়েছেন। তাদের নাম সালাহউদ্দিন (২১) ও সুমন (২৭)। আহত হয়েছেন রবিন (১৯) নামে আরও এক কর্মচারী। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় সানি থাই অ্যালুমিনিয়ামের দোকানের তিন কর্মচারী সালাউদ্দিন, সুমন ও রবিন ট্রাকে থাই গ্লাস তুলছিল। এ সময় কয়েকটি গ্লাস তাদের ওপরে পড়ে যায়। এতে কাঁচ ভেঙ্গে তাদের শরীরের বিভিন্ন স্থানে ঢুকে গেলে ঘটনাস্থলেই সালাহউদ্দিন নিহত হয়। আহত সুমন ও রবিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত্যু ঘোষণা করে।
পার্শ্ববর্তী সাফিন থাই অ্যালুমিনিয়ামের মালিক সাঈদ জানান, সানি থাই অ্যালুমিনিয়ামের মালিক ইসহাক মিয়া। থাই গ্লাস (কাঁচ) ওঠানোর সময় চাপা পড়ে সালাউদ্দিন ও সুমন নামে দুই কর্মচারী নিহত ও একজন আহত হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানায়, হতাহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঢাকাটাইমস/৩জুন/প্রতিনিধি/এমআর
মন্তব্য করুন