জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

জামালপুর প্রতিবেদক
  প্রকাশিত : ০৫ জুন ২০১৭, ১৮:১০| আপডেট : ০৫ জুন ২০১৭, ১৯:২১
অ- অ+

আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষ্যে জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভালোবাসি জামালপুর’ এর উদ্যোগে আজ এ কর্মসূচি পালিত হয়।বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মুজাহিদ বিল্লাহ ফারুকী। কলেজের একাডেমিক ভবন সংলগ্ন রাস্তায় বৃক্ষরোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সেক্রেটারি স্বরূপ কাহালি, ইংরেজি বিভাগের মনোয়ার হোসেন মুরাদ এবং গণিত বিভাগের রফিকুল ইসলাম। এছাড়া ভালোবাসি জামালপুর এর সংগঠক এবং স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মুজাহিদ বিল্লাহ ফারুকী বলেন প্রাণ প্রকৃতি রক্ষার জন্য গাছপালা নিধন না করে আমাদের সবাইকে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে এবং অন্যদেরকেও বৃক্ষরোপনের জন্য উৎসাহিত করতে হবে।

ভালোবাসি জামালপুর এর সংগঠক সেরাজুম মনিরা বলেন,পরিবেশ এবং পৃথিবীর জন্য যেগুলো ক্ষতিকর সেগুলা বন্ধ করে জনগণকে বৃক্ষরোপণ করতে উৎসাহিত করার জন্যই আমাদের এই উদ্যোগ।

ঢাকাটাইমস/০৫ জুন/এসআর

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানুষের আস্থার প্রতীক হিসেবে কাজ করছে আনসার-ভিডিপি: মহাপরিচালক
আন্তর্জাতিক ক্রিকেটেও নিষিদ্ধ হচ্ছে সাকিবের বোলিং, কী বলছে আইসিসির নিয়ম
বেনাপোল বন্দর দিয়ে ২৫ দিনে ৩৩২০ টন চাল আমদানি
বিআরটি করিডোর: গুলিস্তান-গাজীপুর রুটে বিআরটিসির এসি বাস চলাচল শুরু রবিবার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা