ঘাটাইলে পাহাড়ি লাল মাটি কাটার দায়ে যুবকের জেল

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৭:২৩
অ- অ+

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পাহাড়ি লাল মাটি কাটার দায়ে ফারুক হোসেন (৪০) নামে এক যুবককে একমাসের জেল প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের গৌরিশ্বর মৌজায় পাহাড়ি লাল মাটি কাটার দায়ে এ কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস।

আটক ফারুক হোসেন উপজেলার গৌরিশ্বর গ্রামের বেলাল হোসেনের ছেলে।

জানা গেছে, উপজেলার সন্ধানপুর ইউনিয়নের গৌরিশ্বর মৌজায় ফকির বাড়ি নিয়মনীতির তোয়াক্কা না করে বনবিভাগের জায়গার মাটি কেটে আসছেন। এমন কি প্রশাসনকে নানা ভাবে কটুক্তি করেন তিনি। পরে বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেরে তাকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস জানান, পাহাড়ের লালমাটি কাটার দায়ে তাকে একমাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। (ঢাকা টাইমস/১৪ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা