মাদারীপুরে বৈদ্যুতিক পিলারে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত
মাদারীপুরের রাজৈর উপজেলায় কাঠালিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর আরোহী।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বদরপাশা ইউনিয়নের কাঠালিয়া ব্রিজ এলাকায় এই দুঘর্টনা ঘটে।
নিহত হলেন, রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের পূর্ব দ্বারাদিয়ার সাহা মুফতির ছেলে কাঠমিস্ত্রী বোরহান মুফতি (২২) ও গুরুতর আহত কাঠমিস্ত্রী রাব্বি মুফতি (২২) একই এলাকার মতিয়ার মুফতির ছেলে।
পুলিশ জানায়, রাজৈর থানার মোড় থেকে ছেড়ে আসা মোটরসাইকেল বদরপাশা ইউনিয়নের কাঠালিয়া ব্রিজ এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেল চালক। মাথায় জখম পাওয়া অপর আরোহীকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/ইএস
মন্তব্য করুন