মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:০৪| আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:২৯
অ- অ+

শীতে কাঁপছে হিমালয়-কন্যা খ্যাত উত্তরের জেলা পঞ্চগড়। জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। গত কয়েকদিন পঞ্চগড়ের তাপমাত্রা ১২-১৩ ডিগ্রির ঘরে ওঠা-নামা করলেও তা এখন কমে বেড়েছে শীতের তীব্রতা।

আবহাওয়া অফিস বলছে, শনিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।এক দিন আগে শুক্রবার (১৩ ডিসেম্বর) চলতি শীত মৌসুমের ও দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, এখনও এ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় সংবাদমাধ্যমকে বলেন, জেলায় তাপমাত্রা ওঠা-নামায় বাড়ছে শীতের তীব্রতা। একইসঙ্গে আকাশে মেঘ থাকায় কুয়াশার পরিমাণও বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত তাপমাত্রার পারদ আরও কমে আসছে। সবচেয়ে বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে রাতে ও সকালে। আগামীতে ঠান্ডা বাড়ার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।

এদিকে জেলায় দিন দিন শীতের দাপট বাড়ায় বিপাকে পড়েছেন নিম্নআয়ের সাধারণ মানুষ। একইসঙ্গে চরম দুর্ভোগে পড়েন ছিন্নমূল মানুষ। ঠান্ডাজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছেন নারী, শিশু ও বৃদ্ধরা।

ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভোটার তালিকা হালনাগাদে ১৬টি নির্দেশনা দিয়েছে ইসি
দুর্নীতির অভিযোগ: পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক
স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচিত সরকার প্রয়োজন: লায়ন ফারুক
মানুষ চায় জনগণের সরকার: আমিনুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা