লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিক আটক
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় এক লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বিজিবি। তারা হলেন- মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার আশিক্কাপাড়ার মো. জকির (৩১) এবং একই এলাকার আবদুর রহমান (৫২)।
বুধবার সকালে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার জালিয়ারদ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম। তিনি জানান, সকালে নাফ নদী পার হয়ে মিয়ানমার থেকে ইয়াবা চালান নিয়ে বাংলাদেশে ঢুকলে বিজিবির টহলদল তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ওই দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে একটি পলিথিনের প্যাকেট উদ্ধার করা হয়। পরে ওই প্যাকেটে ৯৯ হাজার ৪৯১ পিস ইয়াবা পাওয়া যায়। যেগুলোর আনুমানিক বাজারমূল্যে প্রায় তিন কোটি টাকা।
ইয়াবাসহ আটক দুইজনের বিরুদ্ধে দুটি মামলা করে থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান বলেন, ইয়াবাসহ আটক মিয়ানমার নাগরিকদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
ঢাকাটাইমস/৭জুন/প্রতিনিধি/এমআর
মন্তব্য করুন