বরগুনায় ইউপি চেয়ারম্যানদের শপথ

বরগুনা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জুন ২০১৭, ১৮:৪০
অ- অ+

বরগুনায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলম।

এ সময় প্রধান অতিথি ছিলেন- বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

শপথ বাক্য পাঠ করেন, বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজির হোসেন কালু পাটোয়ারী, ছোটবগী ইউনিয়নের চেয়ারম্যান মু. তৌফিকউজ্জামান তনু, কড়ইবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আলতাফ হোসেন আকন, বড়বগী ইউনিয়নের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন মুন্সী এবং নিশান বাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. দুলাল ফরাজী।

জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলমের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, বরগুনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু, সিভিল সার্জন ডা. মো. জসীম উদ্দিন হাওলাদার, বরগুনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আ. সালাম, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন মিরাজ, সেক্রেটারি অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের এবং জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সেক্রেটারী আবু জাফর মো. সালেহ প্রমুখ।

(ঢাকাটাইমস/১২জুন/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জবি শিক্ষক সমিতির সভাপতি মোশাররফ, সম্পাদক রইছ
পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত ১৮ কর্তকর্তাকে র‌্যাংক ব্যাজ পরালেন আনসারের ডিজি 
সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশের তালিকায় ফিলিস্তিন, পাকিস্তানের পরই বাংলাদেশ
সাদপন্থীদের বিচার দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, সংঘর্ষে আহত ৫
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা