ডেসটিনির অর্থপাচার মামলার বাদীকে জেরা

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জুন ২০১৭, ১৬:৩৮
অ- অ+

ডেসটিনির এমডি রফিকুল আমীনসহ ৫১ আসামির বিরুদ্ধে করা অর্থপাচার মামলার বাদী দুদকের সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলামের আংশিক জেরা নেয়া হয়েছে।

বুধবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আকতারুজ্জামানের আদালতে তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী। পরে আগামী ১৯ জুলাই পরবর্তী জেরার জন্য দিন ধার্য করা হয়।

মামলার ৫১ আসামির মধ্যে ৪৬ জন পলাতক আছেন। এর আগে ২০১৬ সালের ৬ নভেম্বর মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

একই বছরের ২৪ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা ৫১ আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন।

প্রায় চার ৪ হাজার ১১৯ কোটি টাকা পাচারের অভিযোগে ২০১২ সালের ৩১ জুলাই দুটি মামলা করে দুদক। ২০১৪ সালের ৪ মে মামলা দুটিতে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

মামলার আসামিদের মধ্যে এমডি মো. রফিকুল আমীন, চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, লে. কর্নেল (অব.) মো. দিদারুল আলম ও মো. জিয়াউল হক মোল্লা কারাগারে আছেন। এছাড়া পলাতকদের মধ্যে সাঈদুল ইসলাম খান (রুবেল) সম্প্রতি বরিশাল গ্রেপ্তার হয়েছেন। আর একমাত্র আসামি লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদ জামিনে আছেন।

মামলাটির পলাতক আসামিরা হলেন, ডেসটিনির উপ-ব্যবস্থাপনা পরিচালক গোফরানুল হক, পরিচালক মেজবাহ উদ্দিন, ফারাহ দীবা, সাঈদ-উর-রহমান, সৈয়দ সাজ্জাদ হোসেন, জমশেদ আরা চৌধুরী, ইরফান আহমেদ, শেখ তৈয়বুর রহমান, নেপাল চন্দ্র বিশ্বাস, জাকির হোসেন, জসিমউদ্দিন ভূঁইয়া, এসএম আহসানুল কবির, জুবায়ের হোসেন, মোসাদ্দেক আলী খান, আবদুল মান্নান, আবুল কালাম আজাদ, আজাদ রহমান, মো. আকবর হোসেন সুমন, মো. সুমন আলী খান, শিরীন আকতার, রফিকুল ইসলাম সরকার, মো. মজিবুর রহমান, ড. এম হায়দারুজ্জামান, মোহাম্মদ জয়নাল আবেদীন, কাজী মো. ফজলুল করিম, মোল্লা আল আমীন, মো. শফিউল ইসলাম, সিকদার কবিরুল ইসলাম, মো. ফিরোজ আলম, ওমর ফারুক, সুনীল বরণ কর্মকার ওরফে এসবি কর্মকার, ফরিদ আকতার, এস সহিদুজ্জামান চয়ন, আবদুর রহমান তপন, মেজর (অব.) সাকিবুজ্জামান খান, এসএম আহসানুল কবির (বিপ্লব), এএইচএম আতাউর রহমান রেজা, গোলাম কিবরিয়া মিল্টন, মো. আতিকুর রহমান, খন্দকার বেনজীর আহমেদ, একেএম সফিউল্লাহ, শাহ আলম, মো. দেলোয়ার হোসেন, মিসেস জেসমিন আক্তার (মিলন) ও মো. শফিকুল হক।

ঢাকাটাইমস/১৪জুন/আরজে/এমআর

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানুষের আস্থার প্রতীক হিসেবে কাজ করছে আনসার-ভিডিপি: মহাপরিচালক
আন্তর্জাতিক ক্রিকেটেও নিষিদ্ধ হচ্ছে সাকিবের বোলিং, কী বলছে আইসিসির নিয়ম
বেনাপোল বন্দর দিয়ে ২৫ দিনে ৩৩২০ টন চাল আমদানি
বিআরটি করিডোর: গুলিস্তান-গাজীপুর রুটে বিআরটিসির এসি বাস চলাচল শুরু রবিবার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা