‘বিএনপি কখনোই জনগণের কথা ভাবে না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০১৭, ২২:৪৭
অ- অ+

যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, ‘প্রাকৃতিক কিংবা যেকোনো দুর্যোগে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাই জনগণের পাশে দাঁড়ান। বিএনপি বড় বড় কথা বলে, তারা কখনোই জনগণের কথা ভাবে না। প্রাকৃতিক দুর্যোগের শিকার প্রত্যেককে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা পুনর্বাসন করবে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা কথায় নয়-কাজে বিশ্বাসী, বাংলাদেশের জনগণ তা জানে।’

রবিবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ইফতার পার্টির প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। আগামী ২০ জুন ইফতার পার্টি অনুষ্ঠিত হবে।

যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘বিএনপির ত্রাণ কার্যক্রমে যুবলীগ কোথাও বাধা সৃষ্টি করছে প্রমাণ করতে পারলে সেই যুবলীগ কর্মীকে দল থেকে বহিষ্কার করা হবে।’

মির্জা ফখরুলকে আহ্বান জানিয়ে বলেন, ‘যুবলীগের বিরুদ্ধে মিথ্যা অভিযোগকারীকে আপনার দল থেকে বহিষ্কার করতে হবে। অন্যথায় যুবলীগ মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

সভার শুরুতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর হোসেনের মৃত্যুতে ০১ (এক) মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন যুবলীগ প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, মাহবুবুর রহমান হিরণ, মো. ফারুক হোসেন, আব্দুস সাত্তার মাসুদ, মো. আতাউর রহমান, যুগ্ম- সম্পাদক সুব্রত পাল, সম্পাদকমণ্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, সুভাষ চন্দ্র হাওলাদার, শ্যামল কুমার রায়, জাকিয়া সুলতানা শেফালী, কার্যনির্বাহী সদস্য রওশন জামির রানা, ঢাকা মহানগর দক্ষিণ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-সভাপতি মাইনউদ্দিন রানা প্রমুখ।

(ঢাকাটাইমস/১৮জুন/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নব্য বিএনপি ও বিপ্লবের তথাকথিত মুক্তিযোদ্ধা থেকে সতর্ক থাকতে হবে: নবী
জবি শিক্ষক সমিতির সভাপতি মোশাররফ, সম্পাদক রইছ
পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত ১৮ কর্তকর্তাকে র‌্যাংক ব্যাজ পরালেন আনসারের ডিজি 
সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশের তালিকায় ফিলিস্তিন, পাকিস্তানের পরই বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা