আরেকটি এক-এগারোর ষড়যন্ত্র হচ্ছে: খালিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ জুলাই ২০১৭, ১৬:০৯ | প্রকাশিত : ১৬ জুলাই ২০১৭, ১৫:৫৫

আরেকটি এক-এগারোর ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

'শেখ হাসিনার গ্রেপ্তার দিবস' ও 'শিক্ষক নির্যাতন' উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এই আলোচনার আয়োজন করে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)।

খালিদ মাহমুদ বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে আগামী নির্বাচনকে ভণ্ডুল করা চেষ্টা করা হচ্ছে।’

খালিদ মাহমুদ বলেন, 'এক-এগারোর সরকারে যারা সহযোগী ছিল তারা এখনো আমাদের আশেপাশে আছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমি ক্ষমা করতে পারি কিন্তু ভুলতে পারি না। তাদেরকে চিহ্নিত করে রাখতে হবে, ভোলা যাবে না।’

২০০৭ সালের এই দিনের স্মৃতিচারণ করে তিনি বলেন, 'সেদিন বিনা ওয়ারেন্টে দানবীয় কায়দায় শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। জনগণের তুমুল প্রতিবাদে তৎকালীন সরকার তাকে ছাড়তে বাধ্য হয়।'

শিক্ষকদের কল্যাণে নেয়া সরকারের উন্নয়ন কর্মসূচি তুলে ধরে তিনি বলেন, 'বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই।'

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, ‘বিএনপি জামায়াত জোট সংসদ সদস্যদের হত্যা করা, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের রাজত্ব কায়েম করেছিল। জঙ্গিবাদ লালনে তাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব দেয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্রকে ধ্বংস করা। আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে ছিল। সেখান থেকে শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে।’

খালেদা জিয়ার লন্ডন যাত্রার সমালোচনা করে খালিদ মাহমুদ বলেন, ‘একজন সাবেক প্রধানমন্ত্রী কিভাবে বিদেশে সাজাপ্রাপ্ত আসামির (তারেক রহমান) সঙ্গে দেখা করতে যান। তার এই কর্মের জন্য আমরা ধিক্কার জানাই।’

আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর আবদুল মান্নান। বক্তব্য দেন রেলমন্ত্রী মুজিবুল হক, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাজাহান আলম সাজু, কৃষক লীগের সাবেক নেতা এম এ করিম প্রমুখ।

(ঢাকাটাইমস/১৬জুলাই/জিএম/টিএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :