নির্বাচিত হয়েও ভোটে অংশ নিতে হচ্ছে সালথার ওয়াহিদুজ্জামানকে

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ মে ২০২৪, ২১:০৪| আপডেট : ১৩ মে ২০২৪, ২১:০৮
অ- অ+
বামে মো. ওয়াহিদুজ্জামান ডানে ওয়াদুদ মাতুব্বর।

হাইকোর্টে আপিল করে নিজের প্রার্থিতা ফিরে পেয়েছেন ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. ওয়াদুদ মাতুব্বর। এর ফলে নির্বাচিত ঘোষিত হওয়ার পরও ফের ভোটে অংশ নিতে হচ্ছে বিজয়ী প্রার্থী ওয়াহিদুজ্জামানকে।

সোমবার বিকাল ৩টার দিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতের বিচারক এম. ইনায়েতুর রহিম মো. ওয়াদুদ মাতুব্বরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার আদেশ দেওয়ার পর ওয়াহিদুজ্জামানকে মাঠের লড়াইয়ে ফিরতে হচ্ছে।

সোমবার বিকালে ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা বেনজির আহমেদ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মো. ওয়াদুদ মাতুব্বর বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান। নিজ স্ত্রীর নামে ঠিকাদারি প্রতিষ্ঠান থাকায় গত ২৩ এপ্রিল যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে আপিল করেন তিনি। সেখানেও তার মনোনয়নপত্র বাতিল হলে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্ট ওয়াদুদ মাতুব্বরের রিট আবেদন গ্রহণ করে সোমবার রুল জারি করেন। আদালতের আদেশের পর ওয়াদুদ মাতুব্বরের নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা রইলো না।

প্রার্থিতা ফিরে পাওয়ার পর মো. ওয়াদুদ মাতুব্বর বলেন, আমার সঙ্গে অন্যায় করা হয়েছিল। আমি আজ ন্যায় বিচার পেয়েছি। আমি শুধু আমার অধিকারই ফিরে পাইনি, সালথার মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। আশা করি, জনগণ আগামী ২১ মে আমাকে ভোট দিয়ে তাদের রায় দেবেন।

জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. ইয়াছিন বলেন, আইন অনুযায়ী যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের শেষে দিনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলে একক প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশনে তথ্য পাঠাতে হয়। আমরা সেটিই করেছি।

এখন আদালত থেকে কোনো প্রার্থীর প্রার্থিতা ফেরত দিলে সে তথ্যও আমরা নির্বাচন কমিশনে পাঠানো। নির্বাচন কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, আগামী ২১ মে এই উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু চেয়ারম্যান পদে দুই প্রার্থীর মধ্যে ওয়াদুদ মাতুব্বরের মনোনয়নপত্র বাতিল হওয়ায় প্রতীক বরাদ্দ না দিয়ে মো. ওয়াহিদুজ্জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন। কিন্তু সোমবার হাইকোর্টে মো. ওয়াদুদ মাতুব্বর তার প্রার্থিতা ফিরে পাওয়ায় আগামী ২১ মে ফের নির্বাচনে অংশ নিতে হবে ওয়াহিদুজ্জামানকে।

(ঢাকাটাইমস/১৩মে/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আধাঘণ্টার ব্যবধান: মোহাম্মদপুরে ফটোগ্রাফার, হাজারীবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাতে খুন
বিচারপতি আবদুর রউফ স্মরণে জীবনালেখ্য ও দোআ অনুষ্ঠিত
ইয়েমেনের দুই বন্দরে ইসরায়েলের বিমান হামলা
চাঁদপুরে পুলিশ কর্মকর্তার চুরি যাওয়া অস্ত্র ঢাকায় উদ্ধার, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা