আমের সঙ্গে এ কেমন শত্রুতা!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২৫, ১৮:৩২| আপডেট : ১৬ মে ২০২৫, ১৯:৩৪
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জে শত্রুতা করে ১৯টি আম গাছের অপরিপক্ব প্রায় ৩০ মণ আম কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে আমচাষি জুবায়েরের প্রায় এক লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

বৃহস্পতিবার গভীর রাতে জেলার সদর উপজেলার আমনুরার ঝিলিম ইউনিয়নের কেন্দুল-গুশিরা এলাকায় আমচাষি জুবায়েরের বাগানে এ ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার সকালে পরিচর্যাকারীরা এসে দেখতে পান বাগানের প্রায় ১৯টি আম গাছের অপরিপক্ব আম কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলেছে এবং আমগুলো গাছের নিচে পড়ে রয়েছে।

আর কয়েকদিন পরেই আমগুলো বাজারে বিক্রির উপযোগী হতো কিন্তু তা কেটে ফেলায় ক্ষতির মুখে পড়েছেন তিনি। তিনি চাকরি ছেড়ে ওই এলাকায় প্রায় ২০ বছর ধরে আমবাগান করে আসছেন এবং এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

পরে এ ঘটনায় সদর মডেল থানায় একটি জিডি করা হয়েছে।

এদিকে স্থানীয় ও অন্য বাগান মালিকরা বলছেন, আমের সঙ্গে এ কেমন শত্রুতা। এ ঘটনা এর আগে এলাকায় কোন দিন হয়নি। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় বাগানিরা। তাদের দাবি যে এ ঘটনা ঘটিয়েছে তার কঠোর শাস্তি হয়। অন্য কোন বাগানে যাতে এ ধরনের কাজ করার সাহস না পায়।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, রাতের আধারে আম গাছের আম কেটে ফেলেছে। এ ঘটনায় একটি জিডি করেছেন ভুক্তভোগী। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকা টাইমস/১৬মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আধাঘণ্টার ব্যবধান: মোহাম্মদপুরে ফটোগ্রাফার, হাজারীবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাতে খুন
বিচারপতি আবদুর রউফ স্মরণে জীবনালেখ্য ও দোআ অনুষ্ঠিত
ইয়েমেনের দুই বন্দরে ইসরায়েলের বিমান হামলা
চাঁদপুরে পুলিশ কর্মকর্তার চুরি যাওয়া অস্ত্র ঢাকায় উদ্ধার, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা