বোয়ালমারীতে নকল কারখানায় অভিযান, জরিমানা

ফরিদপুরের বোয়ালমারীতে অনুমোদনহীন শিশু খাদ্য উৎপাদন কারখানায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উৎপাদিত নকল পণ্য জব্দ করাসহ কারখানার মালিককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার সাতৈর বাজার রেলগেট এলাকার শেলাহাটি গ্রামে এ অভিযান চালানো হয়।
আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম তানভীর হাসান চৌধুরী।
আদালত সূত্রে জানা যায়, সাতৈর বাজার সংলগ্ন রেলগেট এলাকায় শেলাহাটি গ্রামের রিজিয়া আইসক্রিম ফ্যাক্টরির স্বত্বাধিকারী আশরাফ মল্লিক আইসক্রিম ফ্যাক্টরির আড়ালে দীর্ঘদিন ধরে নকল ও অস্বাস্থ্যকর শিশু খাদ্য উৎপাদন করে উপজেলার বিভিন্ন হাট-বাজার বিপণন করে আসছিল। স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ স্যাকারিন, সোডিয়াম সাইক্লামেড ঘনচিনি ও মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক কেমিক্যাল রং ও বিভিন্ন ফলের ফ্লেভার মিশ্রণ করে নিম্নমানের আইসক্রিম, জুস, আইসললি, চাটনিসহ নানারকম শিশু খাদ্য উৎপাদন করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী সেনাবাহিনী ক্যাম্প ও বোয়ালমারী থানা পুলিশের যৌথ টিম কারখানাটিতে অভিযান চালায়। অভিযানিক দল কারখানাটির লাইসেন্স ও কাগজপত্র না পেয়ে ভ্রাম্যমাণ আদালতকে অভিহিত করে। এসময় বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভির হাসান চৌধুরী কারখানাটিতে উপস্থিত হয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ১৩ ধারায় নকল পণ্য উৎপাদনের দায় কারখানাটি বন্ধ করে দেন। সেই সঙ্গে মালিককে গ্রেপ্তার করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা ও অবৈধ নকল পণ্য জব্দ করেন। পরে জব্দকৃত নকল ও অনুমোদনহীন অস্বাস্থ্যকর পণ্য ধ্বংস করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, মানবদেহে ও শিশুদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিক্যাল ও রং মিশ্রণ করে পণ্য উৎপাদন নিষিদ্ধ। নকল পণ্য উৎপাদনের জন্য মালিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করাসহ অস্বাস্থ্যকর পণ্য ধ্বংস এবং কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
(ঢাকা টাইমস/১৬মে/এসএ)

মন্তব্য করুন