শেরপুরে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

শেরপুরের শ্রীবরদীতে বজ্রপাতে সুজন আহমেদ ওরফে রহিমুল্লাহ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার ভেলুয়া ইউনিয়নের লক্ষ্মীডাংরি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সুজন কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন। তিনি সকালে অন্যের জমিতে ধান কাটতে যান। এদিন বিকালে হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাত হতে থাকে। একপর্যায়ে সুজন ধানের আঁটি নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
ভেলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর করিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সুজন কৃষি শ্রমিক ছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়।
(ঢাকা টাইমস/১৬মে/এসএ)

মন্তব্য করুন