শেরপুরে বজ্রপাতে প্রাণ গেল যুবকের 

শেরপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২৫, ১৯:৪৮| আপডেট : ১৬ মে ২০২৫, ১৯:৫১
অ- অ+

শেরপুরের শ্রীবরদীতে বজ্রপাতে সুজন আহমেদ ওরফে রহিমুল্লাহ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার ভেলুয়া ইউনিয়নের লক্ষ্মীডাংরি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুজন আহমেদ একই গ্রামের বেপারীবাড়ির আক্তার আলীর ছেলে।

নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সুজন কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন। তিনি সকালে অন্যের জমিতে ধান কাটতে যান। এদিন বিকালে হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাত হতে থাকে। একপর্যায়ে সুজন ধানের আঁটি নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

ভেলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর করিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সুজন কৃষি শ্রমিক ছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়।

(ঢাকা টাইমস/১৬মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা