আমিরাতে মসজিদ পরিদর্শনে ট্রাম্প, বললেন ‘বিস্ময়কর সংস্কৃতি’

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২৫, ২১:৫৫| আপডেট : ১৬ মে ২০২৫, ২২:০৬
অ- অ+

সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এটি তার প্রথম কোনো মুসলিম উপাসনালয় পরিদর্শন।

বৃহস্পতিবার অত্যাশ্চর্য সাদা মার্বেলের গম্বুজ এবং রঙিন ফুলের খোদাই করা ইতালীয় মার্বেলের মেঝের জন্য পরিচিত মসজিদটি পরিদর্শনে যান ট্রাম্প। ট্রাম্পের পরিদর্শনের জন্য সারাদিন মসজিদটি সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়।

মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মসজিদে প্রবেশের আগে ট্রাম্প প্রথাগত রীতি অনুসরণ করে তার জুতা খুলে ফেলেন। সেখানে তাকে মসজিদের ভেতরে নিয়ে যান আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালিদ বিন মোহাম্মদ আল নাহিয়ান।

এ সময় ট্রাম্প মসজিদের সৌন্দর্যের প্রশংসা করে বলেন, ‘এটা কি সুন্দর নয়? এটা এত সুন্দর। এটা একটা বিস্ময়কর সংস্কৃতি।’

মার্কিন প্রেসিডেন্ট তার সম্মানে মসজিদটি বন্ধ রাখার বিষয়টিতেও বিস্মিত হয়ে বলেন, ‘প্রথমবারের মতো তারা একদিনের জন্য মসজিদটি বন্ধ রেখেছিল। এটি কি সত্যি? তারা প্রথমবার মসজিদটি বন্ধ করেছে। এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি সম্মান। আমি মনে করি, আমার চেয়ে এটি পুরো দেশের (যুক্তরাষ্ট্রের) জন্য একটি সম্মান। এটি অসাধারণ সম্মান।’

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্টদের গির্জা পরিদর্শন করা সাধারণ, তবে মাত্র কয়েকজনই মসজিদে সরকারিভাবে পরিদর্শন করেছেন। ২০১৬ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরের একটি মসজিদে গিয়েছিলেন।

সেই সময় ট্রাম্প ওবামার সমালোচনা করে বলেছিলেন, ‘সম্ভবত ওবামা মসজিদে ভালো অনুভব করেন। তিনি চাইলে অন্যান্য অনেক জায়গায় যেতে পারতেন। কিন্তু তিনি বেঁছে নিয়েছেন মসজিদকে।’

(ঢাকাটাইমস/১৬মে/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আধাঘণ্টার ব্যবধান: মোহাম্মদপুরে ফটোগ্রাফার, হাজারীবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাতে খুন
বিচারপতি আবদুর রউফ স্মরণে জীবনালেখ্য ও দোআ অনুষ্ঠিত
ইয়েমেনের দুই বন্দরে ইসরায়েলের বিমান হামলা
চাঁদপুরে পুলিশ কর্মকর্তার চুরি যাওয়া অস্ত্র ঢাকায় উদ্ধার, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা