ইয়েমেনের দুই বন্দরে ইসরায়েলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২৫, ২৩:৩৭| আপডেট : ১৬ মে ২০২৫, ২৩:৪৩
অ- অ+

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি নিয়ন্ত্রিত দুই বন্দরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী।

শুক্রবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে হুথি নিয়ন্ত্রিত হোদেইদা ও আস-সালিফ বন্দরের অবকাঠামো ধ্বংস করা হয়েছে। ইসরায়েলি বিমান বাহিনীর কয়েক ডজন বিমান এই হামলায় অংশ নেয়। যার মধ্যে যুদ্ধবিমান, রিফুয়েলার এবং গোয়েন্দা বিমান ছিল।

আইডিএফ দাবি করেছে, ‘এই বন্দরগুলো অস্ত্র স্থানান্তর এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জন্য ব্যবহার করা হয়।’

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলি বিমান বাহিনী এর আগেও এই বন্দরগুলোতে হামলা চালিয়েছিল।

আইডিএফ আরও জানিয়েছে, এই হামলার উদ্দেশ্য ‘হুথিদের সন্ত্রাসী সক্ষমতার ক্ষতি আরও গভীর করা’।

এরআগে এই সপ্তাহের শুরুতে, আইডিএফ পশ্চিম ইয়েমেনের দুটি বন্দর এবং তৃতীয় বন্দর- রাস ইসা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার জন্য সতর্ক করে দিয়েছিল। তবে আজ রাস ইসা বন্দরকে লক্ষ্যবস্তু করেনি ইসরায়েল।

হামলার পর আইডিএফ বন্দরগুলোতে উপস্থিত ব্যক্তিদের নিজেদের দূরে সরিয়ে নেওয়ার এবং এলাকাটি খালি করার জন্য তাদের সতর্কীকরণ পুনর্ব্যক্ত করছে।

ইসরায়েলি সেনাবাহিনীর একটি সূত্র আর্মি রেডিওকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হলেই হুথিদের ওপর চালানোর জন্য অপেক্ষা করছিলেন তারা।

সূত্র জানিয়েছে, গত ৬ মে ইয়েমেনে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হামলার পর হুথিরা ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত সাতটি ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন নিক্ষেপ করেছে।

(ঢাকাটাইমস/১৬মে/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আধাঘণ্টার ব্যবধান: মোহাম্মদপুরে ফটোগ্রাফার, হাজারীবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাতে খুন
বিচারপতি আবদুর রউফ স্মরণে জীবনালেখ্য ও দোআ অনুষ্ঠিত
চাঁদপুরে পুলিশ কর্মকর্তার চুরি যাওয়া অস্ত্র ঢাকায় উদ্ধার, আটক ২
শ্রীনগর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে বিএনপি 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা