নির্বাচন দিন, কেন শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছি, আপনার বোঝা উচিত: ড. ইউনূসকে কামাল জামান মোল্লা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২৫, ২১:১৭| আপডেট : ১৬ মে ২০২৫, ২১:২০
অ- অ+

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা ১৭ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামাল জামান মোল্লা বলেছেন, ‘ডিসেম্বর বা জানুয়ারির মধ্যেই নির্বাচন দিন। কারণ নির্বাচনই এই মুহূর্তে প্রধান সংস্কার। শেখ হাসিনাকে কেন আমরা দেশ থেকে পালাতে বাধ্য করেছি, এটা আপনার বোঝা উচিত।’

শুক্রবার বিকালে বনানীর টি এন্ড টি কলোনিতে বিশ্ব টেলিযোগাযোগ দিবস ও ঐতিহাসিক মে দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভাটি আয়োজন করে বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়ন।

বক্তব্যের শুরুতে শ্রমিকদের প্রতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ভালোবাসার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জিয়াউর রহমান একজন শ্রমিক ছিলেন। তিনি বলেছিলেন, শ্রমিকের দুই হাত বাংলাদেশের চাবিকাঠি। তিনি সবসময় শ্রমিকদের নিয়ে ভাবতেন। কিভাবে শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন করা যায়, তাদের সন্তানদের স্কুলে পাঠানো যায়, এটা নিয়ে ভাবতেন এবং তা তিনি করে গিয়েছিলেন।’

তিনি বলেন, ‘দীর্ঘ ১৭টি বছর আমরা রাজপথে ছিলাম, একটি দাবিতে আন্দোলন সংগ্রাম করেছি, সেটি হলো নির্বাচন। কিন্তু বর্তমান তত্ত্বাবধায়ক সরকার অনির্বাচিত সরকার। তাদের উপদেষ্টাগণ বলেন, কেন আমরা শুধু নির্বাচন নির্বাচন করি। তাদের উদ্দেশে আমি বলতে চাই, আমরা এখন নির্বাচন নির্বাচন করি না, আমরা নির্বাচনের জন্য ১৭ বছর লড়েছি। এই ১৭টি বছর রাস্তায় আন্দোলন সংগ্রাম করে, আমাদের শ্রমিক, ছাত্র ও যুবক ভাইয়েরা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে।’

বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, ‘ছাত্ররা শহীদ হয়েছিল কোটার আন্দোলনে। আমরা এই কোটা আন্দোলনকে রাজপথে এক দফায় আন্দোলনে পরিণত করেছিলাম। যেটা ছিল, শেখ হাসিনার বিদায়ের আন্দোলন। আমরা আমাদের আন্দোলনের একটি ধাপ পার করেছি, শেখ হাসিনাকে বিদায় করেছি। এখন আমাদের টার্গেট নির্বাচন। কিন্তু বর্তমান সরকার বলছে সংস্কারের কথা। তবে ৯ মাসে দৃশ্যমান সংস্কার করতে পারেননি। সংস্কার করতে সময় লাগে এক মাস। কিন্তু আপনি সংস্কার না করে তালবাহানা করছেন।’

এসময় প্রধান উপদেষ্টার উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি একজন সম্মানিত লোক, আপনার অনেক সুনাম আছে। আপনি কারো কথায় বিচলিত না হয়ে সুন্দর একটি নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষকে একটি ভোট দিতে দেন, যে ভোটাধিকার এদেশের মানুষ ১৮ বছর প্রয়োগ করতে পারেনি। যে দেশে ভোট নেই সেই দেশে গণতন্ত্র নেই। তাই আপনি যদি আসলেই সংস্কার করতে চান। তাহলে আপনার নাম্বার ওয়ান সংস্কার হবে ভোটের অধিকার বাস্তবায়ন করা। এই মুহূর্তে নির্বাচনই হচ্ছে গণতন্ত্রের প্রধান সংস্কার। আপনারা নির্বাচন দিন, নির্বাচিত সরকার এসে সমস্ত সংস্কার করবে।’

কামাল জামান মোল্লা বলেন, ‘বাংলার মানুষকে নিয়ে কেউ তালবাহানা করতে চাইলে পারবেন না, বাংলার মানুষ বুলেটকে ভয় পায় না। তারা রক্ত দিতে পারে বারবার প্রমাণ দিয়েছে। আমরা বিএনপি পরিবার একদিনের আল্টিমেটাম দিলে আপনাদের পাহারা দেওয়ার ক্ষমতা বাংলাদেশের কারও নেই। শেখ হাসিনার গুন্ডাবাহিনী, হেলমেট বাহিনী, হারুন বাহিনী, পুলিশ, বিডিআর, সেনাবাহিনী, কেউই বিএনপিকে থামিয়ে রাখতে পারে নাই। এখন শুধু বিএনপি আছে, আপনাদের পেছন থেকে বিএনপি দেখে রাখছে। তবে আপনি ভাবছেন বিএনপি কিছু বলতেছে না। এটা ভুল, বিএনপি শুধু দেখতেছে আপনি কতটুকু পারেন।’

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘আপনি বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দিবেন। কিন্তু তার কিছুদিন পর বললেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে দিবেন। আমরা আপনাকে সম্মান, শ্রদ্ধা করি। আপনি আপনার কথায় অটুট থাকেন। আপনি আপনার কথামতো ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন, তা না হলে জানুয়ারি পর্যন্ত যেতে পারেন। এরপর আর দিন ক্ষেপণ করবেন না।’

তিনি বলেন, ‘মৃত্যুর আগ পর্যন্ত রক্ত দিয়ে যাব, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাল্লাহ। নির্বাচন দিতে হবে, নির্বাচন করিয়ে ছাড়বো ইনশাল্লাহ। তাই বাংলার মাটি থেকে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি, এটা আপনার বোঝা উচিত। নির্বাচন দেন, আমাদের প্রিয় নেতা আপনাকে সুন্দর ভাবে বোঝানোর চেষ্টা করছে, যে নির্বাচন দেন। আমার নেতার রাগ হয় না, তার রাগ হয়ে গেলে কিন্তু আপনি পালানোর রাস্তা পাবেন না। আপনি নির্বাচন দিলে আপনার প্রতি আমাদের সবার কৃতজ্ঞতা থাকবে এ জাতির কৃতজ্ঞতা থাকবে।’

আলোচনা সভায় ঢাকা-১৭ আসনের চারটি থানা ও ওয়ার্ডের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি টেলিযোগাযোগ শ্রমিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়নের আহ্বায়ক ভিপি হানিফ।

(ঢাকাটাইমস/১৬মে/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আধাঘণ্টার ব্যবধান: মোহাম্মদপুরে ফটোগ্রাফার, হাজারীবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাতে খুন
বিচারপতি আবদুর রউফ স্মরণে জীবনালেখ্য ও দোআ অনুষ্ঠিত
ইয়েমেনের দুই বন্দরে ইসরায়েলের বিমান হামলা
চাঁদপুরে পুলিশ কর্মকর্তার চুরি যাওয়া অস্ত্র ঢাকায় উদ্ধার, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা