শ্রীনগর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে বিএনপি

মুন্সীগঞ্জের শ্রীনগর সদর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করে ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে বিএনপি।
শুক্রবার বিকালে ঢাকা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফরহাদ হোসেন, সাবেক উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মমিন আলী, সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য তাজুল ইসলাম, রাশিয়া শাখা বিএনপির প্রচার সম্পাদক তানিম, উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসিব, বাঘড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়মন, যুবদল নেতা মিজানুর, পিয়াস, সুমন, শিপলু, সিয়ামসহ স্থানীয় নেতারা শ্রীনগর ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান দেখতে যান।
এসময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন বিএনপি নেতারা।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত দুইটার সময় শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে প্রায় দুই শতাধিক দোকান পুড়ে যায়। এতে প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
(ঢাকাটাইমস/১৬মে/জেবি/এমআর)

মন্তব্য করুন