চেক জালিয়াতি মামলায় ইউপি সদস্য জেল হাজতে
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় এক ইউপি সদস্যকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
শনিবার রাতে সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের আগড় বাড়ি গ্রামের ইউপি সদস্য মো. শাহিন হাওলাদারকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেয়।
এর আগে মামলায় রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।
শাহিন হাওলাদারের বিরুদ্ধে ঝালকাঠি যুগ্ম দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. শামীম আহম্মেদ ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও দুই লাখ ৭৬ হাজার টাকা দণ্ড প্রদান করেন।শাহিন হাওলাদার ওই মামলার বাদীকে দেওয়া দুই লাখ ৭৬ হাজার টাকার চেকটি ডিজঅনার হলে বাদী আদালতে মামলা (নং ১৯১/২০২৩) করেন। পরে বিচারক তা আমলে নিয়ে বিচারিক কর্যক্রম শুরু করেন। রায় ঘোষণা সময় আসামি শাহিন হাওলাদার পলাতক ছিলেন।
(ঢাকাটাইমস/১৩মে/প্রতিনিধি/পিএস)
মন্তব্য করুন