পালিয়ে রক্ষা পেল না আ.লীগ নেতা, ধরল আলফাডাঙ্গা থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ মে ২০২৫, ১৬:৩৫| আপডেট : ১৩ মে ২০২৫, ১৭:০৪
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গা থানা পালানো আওয়ামী লীগ নেতা মো. নাসির উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নাসির আলফাডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

এর আগে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আলফাডাঙ্গা পৌরসভার বাকাইল সড়কে নিজের টিন বিক্রির ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নাসির উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এর কিছুক্ষণ পর বেলা দেড়টা থেকে দুইটার মধ্যে তিনি থানা থেকে পালিয়ে যান। এরপর তার বড় ভাই স্থানীয় বাকাইল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি নবাব আলীকে থানায় নিয়ে আসে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, নাসির উদ্দিনকে গ্রেপ্তারের পর তাকে বিস্ফোরক ও নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গত ১৩ আগস্ট থানায় মামলাটি হয়েছিলো। তবে এই মামলার এজাহারে নাম ছিল না নাসির উদ্দিনের। এদিকে সোমবার থানা থেকে নাসির পালিয়ে যাবার পর তার ভাই নবাব আলীকেও নিজেদের হেফাজতে নেই পুলিশ। তাকেও বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ওসি হারুন অর রশীদ জানিয়েছেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পাশের জেলা গোপালগঞ্জ থেকে নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ও তার ভাইকে বিস্ফোরক ও নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

এদিকে আসামি পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে থানার কর্তব্যরত ডিউটি অফিসার তানিয়া আক্তার ও সেন্ট্রির বিরুদ্ধে সাধারণ ডায়েরি করে প্রতিবেদন পুলিশ সুপার (এসপি) বরাবর পাঠানো হয়েছে। আলফাডাঙ্গার ওসি হারুন অর রশীদ এই প্রতিবেদন দাখিল করেন।

(ঢাকাটাইমস/১৩মে/এসএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা