ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে একটি চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি মো. আকাশকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে ভাঙ্গার মালিগ্রাম এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
এদিন রাতে র্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
র্যাব-১০ সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল রাত ২টার দিকে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার জামাল মাতুব্বর (৫২) এর বাড়িতে সিঁধ কেটে প্রবেশ করে অজ্ঞাত ২-৩ জন দুর্বৃত্ত। জামাল মাতুব্বর হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় দুর্বৃত্তদের দেখে ফেলেন এবং স্ত্রীকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেন। তখন হামলাকারীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে একজন দুর্বৃত্ত জামালের অন্ডকোষে শাবল দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা মোছা. শিরিন বেগম নগরকান্দা থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচন পত্রের প্রেক্ষিতে র্যাব-১০ এ ব্যাপারে অভিযানে নামে।
র্যাব জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে তাকে ফরিদপুরের ভাঙ্গা থানাধীন মালিগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
(ঢাকা টাইমস/১৩মে/এলএম/এসএ)

মন্তব্য করুন