ট্রাম্পকে স্বাগত জানালেন সৌদি যুবরাজ সালমান, বিনিয়োগ বাড়িয়ে ১ ট্রিলিয়ন করার অনুরোধ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ মে ২০২৫, ১৪:৩২| আপডেট : ১৩ মে ২০২৫, ১৪:৩৪
অ- অ+

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (১৩ মে) ‘এয়ার ফোর্স ওয়ান’বিমানে সৌদি আরবে পৌঁছেছেন। মধ্যপ্রাচ্যে তিন দিনের সফর হিসেবে প্রথম সৌদিতে গেলেন মার্কিন প্রেসিডেন্ট।

রিয়াদে টারম্যাক বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। বিশিষ্ট ব্যক্তি ও নিরাপত্তা কর্মকর্তাদের উপস্থিতিতে ট্রাম্প ও যুবরাজ সালমানকে বেগুনি কার্পেটে হেঁটে যেতে দেখা গেছে।

ট্রাম্প প্রশাসন এই সফরকে ব্যবহার করতে চায় বিপুল পরিমাণ বিনিয়োগ, প্রতিরক্ষা চুক্তি এবং প্রযুক্তিগত অংশীদারিত্ব নিশ্চিত করার এক অনন্য সুযোগ হিসেবে। তিনি নিজেও এটিকে কেবল রাজনৈতিক নয়, বরং একটি কূটনৈতিক ও ব্যবসায়িক ‘মেগা ডিল’-এর সফর হিসেবে বিবেচনা করছেন।

অন্যদিকে সৌদি আরব চায় যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি শক্তিশালী নিরাপত্তা চুক্তি- যা দেশটির আঞ্চলিক অবস্থানকে আরও দৃঢ় করবে।

এর পাশাপাশি তারা বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে মার্কিন সহায়তা কামনা করছে, যদিও ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুশ্চিন্তা থেকেই যাচ্ছে।

তবে রিয়াদ স্পষ্ট করে জানিয়েছে- এই প্রকল্পে যুক্তরাষ্ট্র সহযোগিতা করলে তারা মার্কিন কোম্পানিগুলোকেই এ সংক্রান্ত কাজে সংযুক্ত হতে অগ্রাধিকার দেবে।

যুক্তরাষ্ট্রে প্রায় ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে সৌদি আরব। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে- এই বিনিয়োগ তহবিলকে তারা ১ ট্রিলিয়ন ডলার পর্যন্ত নিয়ে যেতে আগ্রহী।

মোহাম্মদ বিন সালমানের চুক্তি বিষয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'সৌদি যুবরাজ চমৎকার মানুষ। তাকে অনুরোধ করব যেন তিনি এটা (বিনিয়োগের পরিমাণ) বাড়িয়ে একটি পূর্ণ সংখ্যা, তথা এক ট্রিলিয়ন করেন। আমার ধারণা তারা এটা করবে কারণ আমরা তাদের সঙ্গে অত্যন্ত ভালো আচরণ করেছি।'

উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর এটি ট্রাম্পের প্রথম সৌদি সফর। সৌদির পর কাতার ও সংযুক্ত আরব আমিরাতে যাবেন ট্রাম্প।

(ঢাকাটাইমস/১৩ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা