আ.লীগ দেশকে গোলামীর রাষ্ট্রে পরিণত করেছিল: মুফতি ফয়জুল করিম

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ মে ২০২৫, ২১:৫৫
অ- অ+

আওয়ামী লীগ দেশকে ভারতের গোলামী রাষ্ট্রে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জের ভৈরব বাসস্ট্যান্ডে ওয়ালটন শোরুম সংলগ্ন এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ভৈরব শাখার আয়োজিত গণসমাবেশ তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করিম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত ১৫ বছর ক্ষমতায় থেকে আমাদের ভারতের সাথে গোলামী চুক্তি করে গেছে। আমাদের চট্রগ্রাম বন্দরে ভারতের জাহাজ আসলে বিনা শুল্কে তাদের জাহাজের মাল আগে খালাস হত। তাছাড়া আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত সড়ক করে দিয়ে তাদের মালামাল দ্রুত সরবরাহ করার ব্যবস্থা করেছে। গত ১৫ বছরে শেখ হাসিনা দেশটাকে ধ্বংস করে গেছে। এখন পালিয়ে ভারতে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বর্তমান ইউনূস সরকার আমেরিকার তাবেদারী করে মানবিক করিডোর দেয়াসহ চট্রগ্রামের সেন্টমার্টিনে আমেরিকার ঘাঁটি দিতে চাইছে। তার উপদেষ্টা পরিষদের উপদেষ্টারা গত ৮ মাসে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। এজন্য আমরা ও দেশের ছাত্র-জনতা জুলাই আগস্টে আন্দোলন করেনি। দেশে আগের মতই চুরি ছিনতাই চলছে। আমরা বৈষম্য দূর করতে আন্দোলন করেছি। শেখ হাসিনা বলতেন দেশে জঙ্গিবাদ বেড়ে গেছে। কিন্ত গত ৮ মাসে কোন জঙ্গির ঘটনা ঘটেনি।

তিনি বলেন, দ্রুত দেশের সংস্কার কাজ শেষ করে জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিতে হবে। আরেকটি দল ক্ষমতায় যাওয়ার আগেই দেশে দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। তারা ক্ষমতায় গেলে দেশ আবারও ধ্বংসের পথে নিয়ে যাবে। আগামী জাতীয় নির্বাচনে তার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নিলে যদি ক্ষমতায় যেতে পারে তবে দেশে ইসলামী শাসন ব্যবস্থা চালু করবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভৈরব শাখার আয়োজিত গণসমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি হাজী মোহাম্মদ মুসা খান। এছাড়া সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, মাওলানা শফিকুল ইসলাম ফারুকী, মাওলানা নোমান আহমেদ, মুফতি মাহমুদুল কাসেমী, মৌলানা আবদুর রউফ কাশেমী প্রমুখ।

(ঢাকা টাইমস/১৩মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৬ ঘণ্টা পর শাহবাগ ছেড়েছেন নার্সিং শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক
আমরা নতুন কিছু গড়ার সক্ষমতা রাখি: প্রধান উপদেষ্টা 
শিক্ষার্থী সাম্য হত্যা: ঢাবিতে একদিনের শোক ঘোষণা, অর্ধদিবস ক্লাস-পরীক্ষা বন্ধ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের তহবিল ঘাটতি মোকাবিলার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা