তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়নে আনসার ভিডিপির ‘প্রান্তিক শক্তি’ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ মে ২০২৫, ২২:২৯
অ- অ+

বাংলাদেশের তৃণমূল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার ভিডিপি) চালু করেছে দুটি নতুন কর্মসূচি—‘প্রান্তিক শক্তি’ ও ‘সঞ্জীবনী প্রজেক্ট’।

মঙ্গলবার বাহিনীর মহাপরিচালক শরীয়তপুর ও মাদারীপুর জেলার বিভিন্ন ইউনিট পরিদর্শনকালে এই কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন।

বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, "প্রান্তিক শক্তি" কর্মসূচি আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত হবে। এটি প্লাটুনভিত্তিক কৃষি ও অকৃষি ক্ষুদ্র উদ্যোগে বিনিয়োগের মাধ্যমে সুবিধাবঞ্চিত সদস্যদের জীবিকা উন্নয়নে সহায়ক হবে। এসডিজি লক্ষ্য পূরণে আনসার ভিডিপির এই উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিন শরীয়তপুরের আড়িগাঁও আনসার ভিডিপি ক্লাব-সমিতি এবং মাদারীপুর আনসার ব্যাটালিয়ন পরিদর্শন মাদারীপুরে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বাহিনীর দায়িত্বশীলদের উদ্দেশে বলেন, “আনসার বাহিনীর সদস্যদের আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনের পাশাপাশি দেশপ্রেম, সততা ও আদর্শ নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

তিনি জানান, মাদারীপুর ও শরীয়তপুরের প্রবাসী জনগোষ্ঠীর ভবিষ্যৎ চাহিদার কথা মাথায় রেখে ড্রাইভিং, ক্যাটারিং, হসপিটালিটি এবং আইটি খাতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও মাদারীপুরে অবস্থিত 'শিপ পার্সোনাল ট্রেনিং ইনস্টিটিউট'-এ ভিডিপি সদস্যদের প্রশিক্ষণের বিষয়েও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

‘সামাজিক বিনিয়োগ’ মডেলের ভিত্তিতে পরিকল্পিত ‘প্রান্তিক শক্তি’ ও ‘সঞ্জীবনী প্রজেক্ট’ প্রকল্পের মাধ্যমে আনসার ভিডিপি সদস্যরা তাদের জীবনযাপনের মৌলিক চাহিদা পূরণে এবং উৎপাদনমুখী কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাহিনী প্রধান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনীর ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক মো. আশরাফুল আলম, বিএএমএস, জেলা কমান্ড্যান্টবৃন্দ এবং বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যরা।

(ঢাকাটাইমস/১৩মে/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিহত ঢাবি শিক্ষার্থী সাম্যকে নিয়ে যা জানা গেল
বহুল প্রত্যাশিত কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা
বাজারে এলো ‘রিয়েলমি ১৪ ৫জি’ এবং ‘রিয়েলমি ১৪টি ৫জি’ স্মার্টফোন
তরুণদের নিয়ে আবার গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নামতে হবে: মজনু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা