পুলিশ কিলার ফোর্স হতে পারে না: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ মে ২০২৫, ১৯:৪৪| আপডেট : ১৩ মে ২০২৫, ১৯:৪৭
অ- অ+

রাইফেলের মতো যেসব অস্ত্রের গুলিতে মানুষ মারা যেতে পারে সেগুলো ব্যবহারে পুলিশকে নিরুৎসাহিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, ‘পুলিশ কোনো কিলার ফোর্স হতে পারে না। পুলিশের কাছে বড়জোর শটগান থাকতে পারে।’

মঙ্গলবার মিরপুর-১৪ নম্বরে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব মাঠে 'আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫'এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এক প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।

বাহারুল আলম বলেন, ‘আমার কাছে বড়জোড় শর্ট গান থাকবে, এটাই স্বাভাবিক প্রত্যাশা সবার তাই না। যেসব জায়গায় বিশেষ জায়গাগুলোতে যেখানে ঝুঁকি থাকে বা রিভল্ট হওয়ার সম্ভাবনা থাকে বা ওইসব বিদ্রোহী থাকেন যেখানে ওইসব জায়গায় অবশ্য সেগুলো মানা খুব কঠিন হয়। নরমালি আমাদের ল' ইন অর্ডার মানতে গিয়ে যেনো “ননলিথাল ওয়েপন” (অপ্রাণঘাতী অস্ত্র) থাকে। আসলে সেটাই সারা বিশ্বে গ্রহণযোগ্য।’

আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫ এর ফাইনালে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) দলকে দুই উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। মঙ্গলবার বিকালে টি-টুয়েন্টি ফরম্যাটে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দল ১৯.৫ ওভারে ৮ উইকেটে ১৫৮ রান করে বিজয়ী হয়েছে। টসে জিতে এপিবিএন দল প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে।

এপিবিএন দলের রাফি আহমেদ ভূঁইয়া প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন। প্লেয়ার অব দ্য ফাইনাল হয়েছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জান্নাতুল নাঈম। চট্টগ্রাম রেঞ্জের মাসুদ সেরা ব্যাটসম্যান এবং ডিএমপির কাজল সেরা বোলার নির্বাচিত হয়েছেন।

(ঢাকাটাইমস/১৩মে/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৬ ঘণ্টা পর শাহবাগ ছেড়েছেন নার্সিং শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক
আমরা নতুন কিছু গড়ার সক্ষমতা রাখি: প্রধান উপদেষ্টা 
শিক্ষার্থী সাম্য হত্যা: ঢাবিতে একদিনের শোক ঘোষণা, অর্ধদিবস ক্লাস-পরীক্ষা বন্ধ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের তহবিল ঘাটতি মোকাবিলার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা