একঝাঁক অভিনয়শিল্পী নিয়ে চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠন

দেশে নির্মিত চলচ্চিত্র পর্যবেক্ষণ ও মুক্তির সনদ দেওয়ার জন্য সেন্সর বোর্ডের নতুন কমিটি গঠন করেছে সরকার। রবিবার তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করে বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী তথ্য মন্ত্রণালয়ের সচিবকে চেয়ারম্যান এবং বর্তমান ভাইস চেয়ারম্যানকে সদস্য সচিব করে নতুন কমিটি যাত্রা করল।
নতুন এই কমিটিতে সদস্য হিসেবে অভিনয়শিল্পীদের মধ্যে থাকছেন অভিনেত্রী সুজাতা আজিম, অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী, পূর্ণিমা, আজিজুল হাকিম।
এছাড়াও রয়েছেন প্রযোজক খসরু ও পরিচালক জাহাঙ্গীর আলম।
কার্যকর হওয়া নতুন কমিটিতে আরও আছেন এফডিসির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ।
এছাড়া সেন্সর বোর্ডের সদস্য হিসেবে থাকবেন আইন ও বিচার বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একজন প্রতিনিধি।
(ঢাকাটাইমস/১২মে/এলএম/এসআইএস)

মন্তব্য করুন