মায়ের অতীত জানলে কী করবে সন্তানরা? শঙ্কায় সানি লিওন

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ মে ২০২৪, ০৮:৪৭
অ- অ+

একসময় বিশ্বের অন্যতম সেরা পর্ন অভিনেত্রী ছিলেন সানি লিওন। সেই জগৎ ছেড়েছেন এক যুগ আগে। ২০১২ সাল থেকে কাজ করছেন বলিউডে। আগের থেকে তার এই পেশাটা অনেকটাই সম্মানের। তবে পর্ন দুনিয়া ছেড়ে বের হয়ে এলেও অতীত পিছু ছাড়ছে না সানির। ভবিষ্যত নিয়ে চিন্তায় তিনি।

এক সাক্ষাৎকারে সেই আশঙ্কার কথাই প্রকাশ করেন সাবেক এই কানাডিয়ান পর্নস্টার। সানি লিওনের ভয়, অতীতের কথা জেনে ফেললে কী বলবে তার তিন সন্তান আসের, নোয়া এবং নিশা? তাদের মা একসময় বিশ্বের নামকরা পর্ন অভিনেত্রী ছিলেন। এটা জানার পর কি তারা তাকে ঘৃণা করবে?

সানির কথায়, ‘আমার জীবনের অনেক কিছুই ছেলে-মেয়েদের পছন্দ নাও হতে পারে। সেই অনেক কিছুটা কী, তা নতুন করে বলার প্রয়োজন নেই। আমি আমার অতীতের পেশা সম্পর্কে ওদের সঙ্গে খোলাখুলি কথা বলব। যাতে কেউ এ বিষয়ে ওদের কোনো প্রশ্ন করলে ওরা উত্তর দিতে পারে।’

বলিউডের এই ‘বেবিডল’ তারকা আরও বলেন, ‘আমি আমার মতো সিদ্ধান্ত নিয়েছিলাম। ওরাও চাইলে ওদের মতো সিদ্ধান্ত নিতে পারে। সে স্বাধীনতা আমি ওদের দেব। আমি আমার মেয়ে নিশাকে বলেছি, ও ওর পিয়ানোর প্রতি ভালোবাসার জন্য বিশ্বভ্রমণ করতে পারে।’

এক ছেলে আসের এবং দুই মেয়ে নোয়া ও নিশার মা সানি লিওন। ২০১৭ সালে মহারাষ্ট্রের লাতুরের এক অনাথ আশ্রম থেকে মেয়ে নিশাকে দত্তক নেন সানি। পরে সারোগেসির মাধ্যমে সানি এবং ড্যানিয়েল ওয়েবারের সংসারে আসে তাদের আরও দুই সন্তান আসের ও নোয়া।

(ঢাকাটাইমস/১৩মে/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুনামগঞ্জে পিকআপের ধাক্কায় শিশু নিহত
ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ২১ মে শুরু
ঈদুল আজহায় ১০ দিন ছুটির সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের
আমি ওয়েস্টার্ন পোশাক পরতেই স্বাচ্ছন্দ্য বোধ করি: মিম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা