‘স্বপ্নজয়ী মা’ সম্মাননা পেলেন ১১ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৩ মে ২০২৪, ২২:৪৫
প্রতিমন্ত্রী ও অতিথিদের সঙ্গে স্বপ্নজয়ী মায়েরা

বাংলাদেশসহ পুরো বিশ্বে গর্ভধারিণী মায়ের স্মরণে পালিত হয় ‘বিশ্ব মা দিবস’। রবিবার দিবসটি পালিত হয়েছে। এদিকে বিশ্ব মা দিবস উপলক্ষে ১১ জন গর্ভধারিণী মাকে ‘স্বপ্নজয়ী মা’ সম্মাননা প্রদান করেছে মহিলা বিষয়ক অধিদপ্তর।

এই ১১ মায়ের হাতে সম্মাননা তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি।

সোমবার রাজধানীর ইস্কাটন গার্ডেনে অবস্থিত মহিলা বিষয়ক অধিদপ্তরের সম্মেলন কক্ষে ১১ জন মায়ের হাতে এই বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়।

সম্মাননাপ্রাপ্ত মায়েরা হলেন জামালপুরের দেওয়ানগঞ্জের অবিরন নেছা, পিরোজপুর জেলার সদর উপজেলার কাজী রুহিয়া বেগম হাসি, মুন্সীগঞ্জের সিরাজদিখানের ফরিদা ইয়াসমিন, কক্সবাজারের মহেশখালীর মিনা রাণী পাল, কুষ্টিয়ার কালীশংকরপুরের রওশন আরা রহমান, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আফরোজা বেগম, পাবনা সদর উপজেলার রহিমা খাতুন, কুড়িগ্রাম রাজারহাটের শ্রীমতি মিনা রানী রায় সিং, গাইবান্ধার গোবিন্দগঞ্জের জাহানারা বেগম, নরসিংদীর শিবপুর উপজেলার জাকিয়া খন্দকার এবং কিশোরগঞ্জের অষ্টগ্রামের মায়া রানী দাস।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীবিশ্ব মা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, ‘মা শুধু একটি শব্দ নয় মা হলো একটি আবেগের নাম, মা হলো আমাদের শেষ আশ্রয়স্থল। সন্তানের উন্নয়নের জন্য একজন মা নির্দ্বিধায় সবকিছু উজাড় করে দিতে পারেন।’

সিমিন হোসেন আরও বলেন, ‘সমাজ ও সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত কোনো প্রকার বিনিময় ছাড়া যিনি স্নেহ, মায়া-মমতা দিয়ে আমাদের বড় করে তোলেন তিনি হলেন মা। সন্তানকে প্রতিষ্ঠিত করার পেছনে মায়ের সারা জীবনের সকল ত্যাগ ও শ্রমের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা অনুধাবন করাই মূলত মা দিবস উদযাপনের মূলমন্ত্র।’

(ঢাকাটাইমস/১৩মে/এলএম/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

জনস্বার্থকে গুরুত্ব দিয়ে সাংবাদিকতা করা জরুরি: রিজওয়ানা হাসান 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মেহেদীকে শোকজ

বাতিল হচ্ছে সাইবার নিরাপত্তা আইন, রহিত হবে মামলা: আসিফ নজরুল 

ছাত্র-জনতার বিপ্লবে বিদেশি শক্তির কৃতিত্ব নেই: মাহমুদুর রহমান

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী সদা প্রস্তুত: সেনাপ্রধান

বনভূমিতে গারোদের অধিকার সংরক্ষণে কাজ করছে সরকার: রিজওয়ানা হাসান

সরকারি সফরে চীন গেলেন বিমান বাহিনী প্রধান

রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসির বাসে আগুন 

আইন উপদেষ্টাকে সুইজারল্যান্ডে হেনস্তাকারীদের পরিচয় জেনে নিন…

'শহীদ গোলাম নাফিজকে বহনকারী রিকশাটি গণভবন স্মৃতি জাদুঘরে রাখা হবে'

এই বিভাগের সব খবর

শিরোনাম :