বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে লেবার পার্টির বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ মে ২০২৪, ২২:৫৭
অ- অ+

যুগপৎ আন্দোলনের লিয়াজোঁ কমিটির সঙ্গে বাংলাদেশ লেবার পার্টির ১১ সদস্যের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপার্সনের গুলশান অফিসে এই বৈঠক হয়।

যুগপৎ আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়কারী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান -এর নেতৃত্বে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন- বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মুফতি তরিকুল ইসলাম সাদী, হেলাল উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক মনির হোসেন খান, নির্বাহী পরিষদ সদস্য মো. জনি আহমেদ, মো. মাসুম চৌধুরী।

সভায় গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় আন্দোলন সংগ্রামের রূপরেখা ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

ঢাকাটাইমস/১৩মে/জেবি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা