বাংলাদেশে বিনিয়োগ বাড়াবে ইইউ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জুলাই ২০১৭, ১৫:৫২

বাংলাদেশের সেবাখাতে বিনিয়োগ বাড়াবে ইউরোপীয়ান ইউনিয়ন (ইইউ)।

বৃহস্পতিবার সচিবালয়ে ইউরোপীয়ান ইউনিয়ন-বাংলাদেশের মধ্যে বাণিজ্য পরিবেশ নিয়ে আলোচনায় বিনিয়োগ বাড়ানোর কথা জানায় ইইউ।

বাংলাদেশে বাণিজ্য বাড়ানোর বিষয়ে ইইউ এর রাষ্ট্রদূত পিয়ারে মায়াদুন বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে পাঁচটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। বিশেষ করে বাংলাদেশের তিনটি বিষয় যেমন ওষুধ শিল্প, জাহাজ শিল্প এবং ট্যুরিজম খাতে বিনিয়োগের সুযোগ আছে।’

এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘ইইউর দাবি ছিল সেবাখাতে যৌথ বিনিয়োগের ক্ষেত্রে তাদের অংশগ্রহণ ৪০ শতাংশ থেকে বাড়ানো হউক। বাংলাদেশ তাতে নীতিগতভাবে একমত হয়েছে। এর ফলে ইইউর ৪০ শতাংশ থেকে ৪৯ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করতে পারবে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘১০০টি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য ইইউকে আহ্বান জানিয়েছি। তবে ইউরোপীয় অঞ্চল এবং যুক্তরাজ্যে মুদ্রাস্ফীতির ফলে বাংলাদেশ তৈরি পোশাক খাতে ন্যায্যমূল্য পাচ্ছে না বলে ইইউ জানিয়েছে।’

জবাবে তোফায়েল আহমেদ তাদের বলেন, ‘বাংলাদেশে ২০০ এরও বেশি গ্রীন কারখানা হয়েছে। কাঁচামাল এবং উৎপাদনের খরচ বেড়েছে। এ কারণে বাংলাদেশি পণ্যের দাম বাড়ানোর জন্য ইইউকে অনুরোধ করা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘তৈরি পোশাক খাতের ক্রেতা সংগঠন অ্যাকোর্ড বাংলাদেশে তাদের মেয়াদ বাড়াতে সরকারের কাছে আবেদন করেছে। তারা ফায়ার সেফটি এবং বিল্ডিং সেফটি নিয়ে কাজ করে। তাদের মেয়াদ শেষ হবে ২০১৮ সালে মে মাসে। ওই সময় এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’

ঢাকাটাইমস/২৬জুলাই/এমএম/এমআর

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

বে গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি শামসুর রহমান মারা গেছেন

দেশে রিজার্ভ কমে এক দশকের মধ্যে সর্বনিম্ন

হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথ উদ্বোধন 

ঢাকার আশকোনা হজ ক্যাম্পে স্ট্যান্ডার্ড ব্যাংকের বুথ উদ্বোধন

সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইউনিয়ন ব্যাংক ও মেডর‌্যাবিটস হেলথকেয়ারের চুক্তি স্বাক্ষর

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশন বিষয়ক প্রশিক্ষণ 

ডাক বিভাগকে সাড়ে ৫ কোটি টাকা রাজস্ব দিল নগদ

সোনালী ব্যাংকের সঙ্গে স্বেচ্ছায় একীভূত হচ্ছে বিডিবিএল

ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভ্যাল মঙ্গলবার শুরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :