হরিরামপুরে ইউপি চেয়ারম্যানের চাল আত্মসাতের অভিযোগে তদন্ত কমিটি গঠন

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ মে ২০২৪, ১৪:০৬
অ- অ+
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান কাজী আব্দুল মজিদ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউপি চেয়ারম্যান কাজী আব্দুল মজিদের বিরুদ্ধে জেলেদের ভিজিএফ কর্মসূচির চাল আত্মসাতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার বিকাল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, বিষয়টি তদন্তের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত রিপোর্ট আসার পরে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান বলেন, তদন্তের দায়িত্বের চিঠি পেয়েছি। দ্রুতই তদন্ত করে প্রতিবেদন ইউএনও স্যারের কাছে জমা দিবো।

এর আগে, চলতি ২০২৩-২০২৪ অর্থবছরের জাটকা আহরণে বিরত থাকা জেলে পরিবারকে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বরাদ্দকৃত ভিজিএফের চাল এক নাম একাধিকবার এবং ভুয়া টিপসহি ব্যবহারের মাধ্যমে আত্মসাতের অভিযোগ ওঠে ইউপি চেয়ারম্যান কাজী আব্দুল মজিদের বিরুদ্ধে। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়।

(ঢাকা টাইমস/১৪মে/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
তাপদাহে শরীর ঠান্ডা রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেসব সবজি
ভারতে বড় পাল্টা হামলা শুরু পাকিস্তানের, তিন বিমান ঘাঁটি ও ক্ষেপণাস্ত্রের গুদাম ধ্বংস
সাতক্ষীরার জনগণের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যৎ থাকবো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা