বেগমগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়ে নিহত, বাবা আহত

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ মে ২০২৫, ২১:৩৯| আপডেট : ০৯ মে ২০২৫, ২১:৫১
অ- অ+
ফাইল ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী-লক্ষ্মীপুর সড়কে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মেয়েটির বাবা আবদুর রহমান।

শুক্রবার রাত আটটার দিকে চৌমুহনী-লক্ষ্মীপুর সড়কের আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামিনা সুলতানা ইনু লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ এলাকার আবদুর রহমানের স্ত্রী ও ফাতেমা আক্তার তাদের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ বাজার থেকে স্ত্রী ইনু ও মেয়ে ফাতেমাকে নিয়ে চৌমুহনীর উদ্দেশে নিজের সিএনজি অটোরিকশা নিয়ে রওনা করেন আবদুর রহমান।পথে বেগমগঞ্জের আমিন বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজির। এতে সিএনজিটি দুমড়ে-মুছড়ে যায়, হন সিএনজিতে থাকা তিনজন। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইনু ও ফাতেমাকে মৃত ঘোষণা করেন। আহত রহমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস বলেন, মা ও মেয়েকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। বর্তমানে তাদের মৃতদেহ হাসপাতালে আছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় স্থানীয় লোকজন ট্রাক ও চালককে আটক করে পুলিশে দিয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/৯মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ হলো আওয়ামী লীগ
যুদ্ধবিরতির মধ্যেই জম্মু-কাশ্মীরে ফের বিস্ফোরণ
বিএনপির কাছে সবার আগে বাংলাদেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব: মুন্না
শাহবাগ ছেড়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা