আ.লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ভৈরবে বিক্ষোভ মিছিল

ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ মে ২০২৫, ২১:২৭
অ- অ+

আওয়ামী লীগের জুলাই গণহত্যার বিচার এবং দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে বিক্ষোভ মিছিল করেছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র- নাগরিক সমাজ।

আজ শুক্রবার (৯ মে) বিকাল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড় এলাকার নূরানী মসজিদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা বলেন, পতিত আওয়ামী লীগ সরকার দেশের বিরোধী দলসহ আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ঘুমাতে দেয়নি। তারা পুলিশ পাঠিয়ে ছাত্রদের বাড়িতে হানা দিত। জুলাই আন্দোলনে যেভাবে নিরস্ত্র ছাত্র ও জনগণের ওপর গুলি চালিয়ে হত্যা করেছে, তাদের বিচার করতে হবে।

জুলাই শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি- এমন মন্তব্য করে বক্তারা বলেন, ‘তাদের নির্মম হত্যাকাণ্ডের দোষী গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে অতি দ্রুত সময়ের মধ্য নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশের দাবি জানান বক্তারা।

ভৈরব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা শিহাব উদ্দিন তুহিনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, কিশোরগঞ্জ জেলা ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক শরীফুল হক জয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভৈরব শাখার আহ্বায়ক কায়জার আহমেদ, কিশোরগঞ্জ জেলা ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আশিক, ইসলামী আন্দোলনের নেতা মুছা খান, খেলাফত মজলিস ভৈরব উপজেলা সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সাহেল, মাওলানা আল আমিন সাদী, মাওলানা আব্দুল আজিজ, কুলিয়ারচর উপজেলা শিবির নেতা মো. ফাহিম প্রমুখ।

(ঢাকাটাইমস/৯মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশে  নিষেধাজ্ঞা
জেডআরএফ’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক মোর্শেদ
শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দুপক্ষের সংঘর্ষ, পুলিশের এসি-ওসিসহ আহত ১০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা