ভারত-পাকিস্তানের পরিস্থিতি দ্রুত শান্ত চান ট্রাম্প: হোয়াইট হাউজ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ মে ২০২৫, ১০:০২| আপডেট : ১০ মে ২০২৫, ১১:৫২
অ- অ+

এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। হামলা-পাল্টা হামলায় বড় ধরনের সংঘাতের ঘটনা বাড়ছে। এমন পরিস্থিতিতে ভারত-পাকিস্তানের সংঘাত নিরসনে দুই দেশের সাথেই সার্বক্ষণিক যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলিন লেভিট।

হোয়াইট হাউজের মুখপাত্র জানান, ভারত-পাকিস্তানের মধ্যে যত দ্রুত সম্ভব পরিস্থিতি শান্ত চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প জানেন, ভারত ও পাকিস্তানের মধ্যে বহু বছর ধরে বিবাদ চলছে। সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও নিয়মিতই দেশ দুটির নেতাদের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, ভারত-পাকিস্তান চলমান সংঘাতে এ পর্যন্ত ৪৮ জনের মৃত্যু হয়েছে দুই দেশে। এর মধ্যে পাকিস্তানে নিহত হয়েছে ৩২ জন।

(ঢাকাটাইমস/১০ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
যুদ্ধবিরতির মধ্যেই জম্মু-কাশ্মীরে ফের বিস্ফোরণ
বিএনপির কাছে সবার আগে বাংলাদেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব: মুন্না
শাহবাগ ছেড়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা