হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৩৭ হাজার ১১৫ বাংলাদেশি

পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৩৭ হাজার ১১৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) বাংলাদেশি।
সৌদি আরবের স্থানীয় সময শুক্রবার রাতি ১১টা ৫৯ মিনিটে (বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট) হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে জানানো হয়, শনিবার পর্যন্ত সর্বমোট ৩৭ হাজার ১১৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৬৪ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩২ হাজার ৫৫১ জন।
হজযাত্রীদের নিয়ে এ পর্যন্ত সৌদি আরব গেছে ৯২টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৫টি, সৌদি এয়ারলাইন্সের ৩১টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৬টি।
হজযাত্রীদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ১৮ হাজার ৭২ জন, সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ১২ হাজার ১৮৫ জন, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৬ হাজার ৭৫৮ জন।
বুলেটিন থেকে জানা গেছে, হজ পালনের জন্য এ পর্যন্ত ভিসা ইস্যু করা হয়েছে ৮৫ হাজার ৫১৩টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা ১০০ শতাংশ এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৯৮ শতাংশ।
বুলেটিন থেকে আরও জানা গেছে, সৌদি আরবে এ পর্যন্ত ৫ জন হজযাত্রী/হাজী মারা গেছেন, যাদের মধ্যে চারজন পুরুষ ও একজন মহিলা। মৃতদের মধ্যে মক্কায় তিনজন, মদিনায় দুইজন মারা গেছেন ।
সবশেষ শুক্রবার হাফেজ উদ্দিন (৭৩) নামে একজন হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বাড়ি জামালপুরের বকশিগঞ্জ উপজেলায়।
এদিকে গতকাল রাত ৯টায় বাংলাদেশ হজ আইটি দলের দলনেতাসহ একটি প্রতিনিধি দল বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদের ব্যাগ ব্যবস্থাপনায় নিয়োজিত প্রতিষ্ঠানের মক্কাস্থ অফিসে এক বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন । সভায় হজযাত্রীদের ব্যাগ ব্যবস্থাপনা ও হস্তান্তর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয় যা সার্বিক হজ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
অপরদিকে বাংলাদেশ থেকে আগত সরকারি মাধ্যমের চতুর্থ এবং ষষ্ঠ ফ্লাইটের ৮৩৫ জন হজযাত্রী মসজিদে নববীতে ৪০ ওয়াক্ত নামাজ আদায় শেষে গতকাল সকাল ৭টায় রওনা হয়ে মদিনা থেকে মক্কা পৌঁছেছেন।
এ বছর সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর কোটা ৫ হাজার ২০০ এবং বেসরকারি হজযাত্রীর কোটা ৮১ হাজার ৯০০। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৭০টি।
হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল। শেষ ফ্লাইট যাবে ৩১ মে।
এরপর হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। ১০ জুলাই শেষ ফিরতি ফ্লাইট দেশে আসবে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
(ঢাকাটাইমস/১০মে/এফএ)

মন্তব্য করুন