সৌদিতে ২৪ হাজার অভিবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৫:৪৪ | প্রকাশিত : ১৯ নভেম্বর ২০১৭, ১৫:৩৩

বিদেশি শ্রমিকদের কাজ করার বৈধ অনুমতিপত্র (ইকামা) ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গত তিন দিনে ২৪ হাজার অভিবাসিকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ। রবিবার এ খবর প্রকাশ করে সৌদি গ্যাজেট।

খবরে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৫ হাজার ৭০২ জন ইকামার নিয়ম ভঙ্গ করেছে এবং তিন হাজার ৮৮৩ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৪ হাজার ৩৫৩ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন।

আটককৃতদের ৪২ শতাংশকেই মক্কা, রিয়াদ থেকে ১৯ শতাংশ, আসির অঞ্চল থেকে ১১ শতাংশ, জাজান থেকে ৬ শতাংশ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশগুলো থেকে ৫ শতাংশ।

অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে সৌদিতে প্রবেশ করেছে- এমন ৩৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শর্ত ভঙ্গ করেছে- এমন অভিবাসীদের পরিবহন ও আশ্রয় দেয়ার অভিযোগে ২৫ সৌদি নাগরিককেও আটক করেছে সৌদির আইনশৃঙ্খলা বাহিনী।

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :