সকালের সেশনে পাঁচ উইকেট নিয়েছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ জুলাই ২০১৮, ২৩:৪০ | প্রকাশিত : ১৪ জুলাই ২০১৮, ২৩:১৭

জ্যামাইকা টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে শনিবার। দিনের প্রথম সেশনে দুর্দান্ত বল করেছে বাংলাদেশ। শুক্রবার শেষ বিকালে ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে এক উইকেটে ১৯ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করেছিল। আজ সকালের সেশনে পাঁচ উইকেট হারিয়েছে ক্যারিবীয়রা। ছয় উইকেটে ১০৮ রান সংগ্রহ করে লাঞ্চ বিরতিতে গেছে তারা।

ওয়েস্ট ইন্ডিজের এই ছয় উইকেটের মধ্যে সাকিব আল হাসান একাই নিয়েছেন চারটি উইকেট। বাকি দুইটি উইকেটের মধ্যে তাইজুল ইসলাম ১টি ও আবু জায়েদ রাহি ১টি করে উইকেট শিকার করেছেন। সাকিব আল হাসান গতকাল একটি উইকেট নিয়েছিলেন। আজ সকালে নিয়েছেন তিনটি উইকেট। প্রথম ইনিংস শেষে ২০৫ রানের লিডে ছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। সুতরাং, এখন তাদের মোট লিড ৩১৩ রান।

কিংস্টনের স্যাবাইনা পার্কে গত বৃহস্পতিবার শুরু হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ। প্রথম দিন টস হেরে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে তারা ৩৫৪ রান সংগ্রহ করে অলআউট হয়। পরে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে ১৪৯ রানে অলআউট হয়ে যায়।

(ঢাকাটাইমস/১৪ জুলাই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :