শ্রীপুরে পানিতে ডুবে নির্মাণ শ্রমিকের মৃত্যু

​​​​​​​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ মে ২০২৪, ১৬:৫৮| আপডেট : ১৩ মে ২০২৪, ১৭:১৬
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে মাজহারুল ইসলাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরের দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে ঘটনা ঘটে।

নিহত মাজহারুল ইসলাম উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের হাসেন আলীর ছেলে। তিনি একজন নির্মাণ শ্রমিক।

মাজহারুল ইসলামের সহকর্মী মামুন বলেন, ‘আমরা পাঁচজন শ্রমিক বাঁশবাড়ি গ্রামের ৩০০ মিটার ইট সলিং রাস্তার নির্মাণকাজ শুরু করি। বেলা সাড়ে ১১টার দিকে মাজহারুল আমি খুবই গরম অনুভব করলে রাস্তার পাশের খননকৃত একটি নতুন পুকুর পাড়ে যাই। এরপর মাজহারুল আগে পুকুরে নামে। সময় সে ডুবে যায়। এরপর আমিও পানিতে নেমে তাকে খোঁজ করতে থাকি। কিন্তু তাকে খুঁজে পাইনি। পরে স্থানীয়দের ডেকে বিষয়টি জানাই।

নিহতের বাবা হাসেন আলী বলেন, ‘দৈনিক ৫০০ টাকায় ছেলে নির্মাণ শ্রমিকের কাজ করত। প্রতিদিন সকালে বাড়ি থেকে কাজে বের হয়ে কোনো দিন সন্ধ্যায় আবার কোনো দিন রাতে বাড়ি ফিরত। দুপুরের দিকে ঠিকাদার ফোন করে জানালেন দ্রুত বাঁশবাড়ি আসেন। এরপর ঘটনাস্থলে চলে আসি। এসে জানতে পারলাম আমার ছেলে পুকুরে ডুবে নিখোঁজ হয়েছে। কতক্ষণ পর লাশ তুলে আনল। হাসেন আলী আরও বলেন, ছেলের রোজগারের টাকায় চলত আমার সংসার। আমার ছেলের সালমান নামে আট মাস বয়সি একটি শিশুপুত্র আছে। এখন কে দেখবে তার শিশুপুত্র, স্ত্রী আর আমাদের। মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মিন্টু মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/১৩মে/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আধাঘণ্টার ব্যবধান: মোহাম্মদপুরে ফটোগ্রাফার, হাজারীবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাতে খুন
বিচারপতি আবদুর রউফ স্মরণে জীবনালেখ্য ও দোআ অনুষ্ঠিত
ইয়েমেনের দুই বন্দরে ইসরায়েলের বিমান হামলা
চাঁদপুরে পুলিশ কর্মকর্তার চুরি যাওয়া অস্ত্র ঢাকায় উদ্ধার, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা