পাবনায় চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত ১০

পাবনা প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১৩ মে ২০২৪, ১২:৫২ | প্রকাশিত : ১৩ মে ২০২৪, ০৯:০৩

পাবনার আটঘরিয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম কামালের সমর্থকদের উপর হামলা হয়েছে। এতে ১০ জন আহত হয়েছেন। তাদের আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার রাত ৯টার দিকে উপজেলার দেবোত্তর ইউনিয়নের মতিগাছা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- মতিগাছা গ্রামের মোছা. রোমেছা খাতুন, চাদ আলী মোল্লা, গোলাম রসুল, সাধু মোল্লা, মাধু মোল্লা, আজিজুল মোল্লা, জাদু মোল্লা, মফিজ উদ্দিন খান ও নূরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চাঁদভা ইউনিয়ন রতিপুর থেকে নির্বাচনি প্রচারণা শেষে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম কামালের সমর্থকরা বাড়ি ফিরে মাচায় বসে ছিলেন। সে সময় প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী তানভীর ইসলামের সমর্থকরা তাদের উপর অতর্কিত হামলা চালায়।

এ সময় তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়া আহত করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়।

আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী তানভীর ইসলাম বলেন, ‘আমার সমর্থকদের উপর প্রায়ই হামলার ঘটনা ঘটছে। তারই অংশ হিসেবে তারা আজ এ হামলা চালিয়েছে।’

আরেক উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামাল বলেন, ‘দেবোতার ইউনিয়নের চেয়ারম্যান মোহাইমিন হোসেন চঞ্চলের নেতৃত্বে আমার কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।’

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম জানান, ‘দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।’

(ঢাকাটাইমস/১৩মে/এজে)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটানয় দুজনের মৃত্যু

কুমিল্লায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই বোনসহ ৩ জনের মৃত্যু

গোপালগঞ্জে খিচুড়িভোজ করালেন ট্রাম্পের ছেলের বন্ধু যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকচালকের মৃত্যু 

চাঁদপুরের ডাকাতিয়া নদীর ভাঙনরোধে এলাকাবাসীর মানববন্ধন

জামালপুরে ধর্ষণের পর হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মাদারীপুরে পেলো প্রাণ ‘মরা ইটেরপুল খাল’ 

জলাতঙ্কের টিকা নেই এক মাস, বাইরে বেশি দামে বিক্রি

পাবনায় কাভার্ডভ্যানের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

সাবেক উপজেলা চেয়ারম্যানের কাছে বিএনপি নেতার চাঁদা দাবির অডিও

এই বিভাগের সব খবর

শিরোনাম :