‘সংলাপ বিভ্রান্তির’ দায় গণমাধ্যমকে দিলেন কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০১৯, ১৭:৪৪
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন করে সংলাপে বসবেন- এমন কথাটি কখনো বলেনি বলে দাবি করেছেন ওবায়দুল কাদের। পরোক্ষভাবে গণমাধ্যমকে দায় দিয়ে বলেছেন, কেউ মনগড়া খবর দিলে তার কোনো দায় নেই।

ভোট শেষে আবার সংলাপে বসা নিয়ে গত তিন দিন ধরে নানা আলোচনার মধ্যে মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক সভায় এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

গত রবিবার কাদের বলেছিলেন, ভোটের আগে যেভাবে প্রধানমন্ত্রী যাদের সঙ্গে সংলাপে বসেছিলেন, তাদের আবার ডাকবেন তিনি। তবে পরদিন কাদের কথা ঘুরিয়ে বলেন, প্রধানমন্ত্রী সংলাপ করবেন না, আপ্যায়নের জন্য আমন্ত্রণ করবেন। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নিয়ে তীব্র ভাষায় আক্রমণ করেছেন তাকে। কাদেরকে স্টেডিয়ামে গিয়ে ক্ষমা চাইতে পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব।

ওবায়দুল কাদের এই ‘বিভ্রান্তির’ দায় দিয়েছেন গণমাধ্যমকে। বলেন, ‘সংলাপ নিয়ে আমরা তো কিছু বলিনি। কেউ যদি মনগড়া খবর পরিবেশন করেন তাহলে তো কিছু করার নেই। আমি যে বক্তব্য রেখেছি তার অডিও, ভিডিও ক্লিপ রয়েছে, সেখানে সংলাপের কোনো বিষয় নেই।’

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় নির্বাচনের আগে ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট, বিএনপি, বাম গণতান্ত্রিক জোট, ইসলামী জোট সব মিলিয়ে মোট ৭৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছিলেন সেই দলগুলোর নেতৃবৃন্দকে আমাদের নেত্রী আবারো গণভবনে আমন্ত্রণ জানাতে চান, শুভেচ্ছা বিনিময়ের জন্য।’

গত ৩০ ডিসেম্বরের ভোটে কারচুপির অভিযোগ আনা বিএনপি নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের দাবি জানাচ্ছে। আর তারা সারাদেশে গণসংলাপের ডাকও দিয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন নিয়ে সংলাপের কোনো প্রয়োজন নেই। এখানে সংলাপ নিয়ে ধূ¤্রজাল কোথা থেকে এলো? আমি তো সংলাপ শব্দটি উচ্চারণ করিনি। বলা হয়েছে, গণভবনে নেত্রী আমন্ত্রণ জানাবেন, শুভেচ্ছা বিনিময় করবেন। একটু আপ্যায়নের ব্যবস্থাও থাকবে। এই ছিল আমাদের কথা। এখানে ধূ¤্রজাল কেন হবে, সংলাপ কেন হবে?’

‘প্রধানমন্ত্রী একবারও সংলাপের কথা বলেননি। আমি বলেছি, তিনি আমন্ত্রণ জানাবেন। আমি তো সংলাপের কথা বলিনি। কাজেই এ শব্দটি কোথা থেকে এলো আমি জানি না। যে নির্বাচন দেশে-বিদেশে প্রশংসিত সেখানে সংলাপের প্রশ্ন আসে কীভাবে? জাতিসংঘ বলেছে শেখ হাসিনার সাথে কাজ করতে তারা রাজি। এই নির্বাচনে আমাদের নেত্রী শেখ হাসিনা বিপুল জয় হয়েছে। নির্বাচন নিয়ে সংলাপ হাস্যকর।’

মার্চের উপজেলা নির্বাচন জোটগতভাবে হবে না বলেও জানান কাদের। যারা মনোনয়ন চাইবেন তাদেরকে তৃণমূল থেকে সুপারিশ নিয়ে আসতে হবে বলেও জানান তিনি।

‘জেলা-উপজেলার সাধারণ সম্পাদক ও সভাপতি তিনজনের নাম আমাদের কাছে দেবে। সেখান থেকে জরিপের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেবেন।’

এই সভার আয়োজন করা হয়েছে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভাকে সামনে রেখে। ভোটের জয় উদযাপন করতে নেতা-কর্মীদের নিয়ে সমবেত হবে ক্ষমতাসীন দল।

কাদের বলেন, ‘দুইটার মধ্য সমাবেশস্থলে প্রবেশের অনুরোধ করছি সবাইকে। সমাবেশ শেষ না হওয়া বা প্রধানমন্ত্রীর ভাষণ শেষ না হওয়া পর্যন্ত সমাবেশস্থল ত্যাগ করবেন না।’ ‘রাস্তায় যখন মিছিল করবেন পুরো রাস্তা দখল করবেন না। এক সাইড ফাঁকা রাখবেন। রাস্তা দিয়ে চলতে গিয়ে মহাবিজয়ের মহাদাপট দেখাচ্ছে এমন যেনো না হয়।’

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :