সিনেমায় নিয়মিত হতে চান চাঁদনী

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০১৭, ০৮:০৯
অ- অ+

ঈদের নাচের অনুষ্ঠান নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী। শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফীতে নাচের অনুষ্ঠান শেষ করলেন তিনি। ছোট বেলা থেকেই অভিনয় নাচ গানে পারদর্শী চাঁদনী এখন অভিনয় নয় নাচ নিয়েই ব্যস্ত। কিন্তু তারপরও সিনেমায় পরিপূর্ণ সময় দিতে চান তিনি।

ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে ঢাকাটাইমসকে এই হাস্যোজ্জল অভিনেত্রী বলেন, ‘আমি যেহেতু সিনেমা দিয়েই যাত্রা শুরু করেছিলাম। তাই এখন ভালভাবে সিনেমাটাই করতে চাচ্ছি। ভাল গল্প হলে বানিজ্যিক বা অবানিজ্যিক সব ধরনের সিনেমাতেই অভিনয় করতে চাই।’

আপনাকে এখন টিভিতে কম দেখা যায় কেন- জানতে চাইলে চাঁদনী বলেন, ‘মাঝে আমি ঘর সংসার নিয়ে ব্যস্ত ছিলাম। তখন ইচ্ছেছ করেই চার বছরের একটি গ্যাপ দিয়েছিলাম। আসলে এত বেশি কাজ করেছি যে একটি বিরতি নিতে চাচ্ছিলাম তাই গ্যাপ দিয়েছি। এখন অবশ্য আবার কাজ করছি। ভাল গল্প স্ক্রিপ্ট পেলে তবেই নাটকে কাজ করব।’

সিনেমায় অভিনয় করে এই গুণি অভিনেত্রী দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। এই অভিনেত্রী সম্প্রতি গান গেয়েও প্রশংসা পেয়েছিলেন। বাস্তব জীবনে দেশের জনপ্রিয় গায়ক বাপ্পা মজুমদারকে বিয়ে করে সংসার করছেন।

নাচ বিষয়ে চাঁদনী বলেন, ‘এশিয়ান টিভির জন্য একটি নাচের প্রোগামের শুটিং শেষ করলাম। অনুষ্ঠানটি এই ঈদে প্রচার হবে। নাচ আমার ভাল লাগার জায়গা। অভিনয় কমিয়ে দিলেও নাচ নিয়েই আমি বরাবরের মতো ব্যস্ত আছি। তবে অভিনয়ও করে যেতে চাই সব সময়।’

চাঁদনী অভিনীত হাউজ ওয়াইফ নাটকটি মাছরাঙ্গা টিভিতে এখন নিয়মিত প্রচার হচ্ছে। সম্প্রতি তিনি আকরাম খানের খাঁচা সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি খুব শিগগীরই মুক্তি পাবে বলে তিনি জানান। এছাড়াও সম্প্রতি তিনি কবিরুল ইসলাম রতনের নৃত্য পরিকল্পনায় মহুয়া নৃত্যনাট্য মঞ্চস্থ করেও প্রশংসিত হয়েছেন।

মডেল এবং অভিনেত্রী মূলত নাটক ও বিজ্ঞাপনচিত্রে অভিনয় থেকে চলচ্চিত্রে আসেন। ‘দুখাই’ চলচ্চিত্রে কাজের সাফল্য নিয়ে তার যে পথচলা শুরু হয়েছিল, পরে ‘লালসালু’ এবং পরিণত বয়সে এসে ‘জয়যাত্রা’ চলচ্চিত্রে কাজ করে বড় পর্দায় নিজের জয়যাত্রা অব্যাহত রেখেছেন। চলচ্চিত্রে অভিনয়ের কারণে তিনি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। চাঁদনী পড়াশোনা করেছেন ঢাকা সিটি কলেজে। তিনি মার্কেটিং এ এম কম ডিগ্রি অর্জন করেছেন।

ঢাকাটাইমস/১৮মে/এমইউ/ডব্লিউবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাত্র সমাজই জাতীয় পার্টির ভ্যানগার্ড: কাজী মামুন 
ফেব্রুয়ারির নির্বাচনে অবাধ ভোটাধিকার নিশ্চিত করবে জনগণের সরকার: আমিনুল হক
হাসিনা মুক্তিযুদ্ধকে হাইজ্যাক করে তার ভ্যানিটি ব্যাগে ভরেছিলেন: টুকু
বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে: ড. মুহাম্মদ ইউনূস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা