মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ১৯:০৭ | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০১৭, ১৬:৪৩

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাজু আহম্মেদ নামে এক যুবককে পুলিশে দিলেন বাবা। পরে পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ব্রাক্ষণবাড়িয়া কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শামসুজ্জামান এ রায় দেন।

রাজু আহম্মেদ উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা আবুল কাশেম মিয়ার ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাজু দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তার যন্ত্রণায় পরিবার ও এলাকাবাসী অতিষ্ঠ। সে মাদক সেবনের টাকার জন্য পরিবারের লোকজনের সঙ্গে দুর্ব্যবহার করাসহ ঘরের আসবাবপত্র ভাঙচুর এবং এলাকায় নানা ধরণের অপকর্মে জড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে মঙ্গলবার সকালে মাদকাসক্ত রাজুকে এলাকাবাসীর সহযোগিতায় আটক করে পুলিশে সোপর্দ করেন তার বাবা। পরে দুপুর ২টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের সাজার আদদেশ দেন।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :